আমাদের কথা খুঁজে নিন

   

টেড সম্মেলনে এডওয়ার্ড স্নোডেন

সেখানে উপস্থিত হয়ে আগতদের চমকে দেন স্নোডেন। তবে তার উপস্থিতি ছিল অন্য সব আমন্ত্রিত অতিথিদের চেয়ে ব্যতিক্রম। মঞ্চে তার উপস্থিতি ছিল ভার্চুয়াল। তবে, স্নোডেন সরাসরি কথা বলেছেন আয়োজক ও অতিথিদের সঙ্গে।

সেখানে তিনি টেক ফার্মগুলোকে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার ব্যাপারে আরও দৃঢ়ভাবে করার পরামর্শ দেন।

এসময় ওয়েব ইনভেন্টর স্যার টিম বার্নার্স লিকে মঞ্চে দেখা যায়। তিনি স্নোডেনকে ‘হিরো’ বলে আখ্যায়িত করেন।

গত বছর বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এনএসএর লাখ লাখ গোপন নথি ফাঁস করে আলোচিত হন স্নোডেন।

টেডে যোগ দেওয়া অতিথিদের উদ্দেশ্যে স্নোডেন বলেন, এখনও এনএসএর অনেক গোপন তথ্য আছে, যেগুলো মানুষের জানা দরকার। কীভাবে এ সংস্থাটি নিজস্ব নীতিমালা লঙ্ঘন করছে তারও বর্ণনা দেন তিনি।

এক পর্যায়ে স্নোডেন বলেন, এনএসএ ‘অন্তত হাজারবার’ নীতিমালা বর্হিভূত কাজ করেছে। তারা মানুষের মোবাইল ফোন কথোপকথনে আড়ি পেতে তথ্য সংগ্রহ করত। ইন্টারনেট ব্যবহারকারীদের উপর নজরদারি বিষয়েও তিনি এনএসএর কার্যক্রম তুলে ধরেন।

এদিকে যুক্তরাষ্ট্র সরকার স্নোডেনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৭ লাখ নথি চুরির দায়ে অভিযুক্ত করেছে।

এ সম্পর্কে স্নোডেন বলেন, আমি আমেরিকান মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম।

সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা আমার উদ্দেশ্য ছিল না। আমার লক্ষ্য ছিল অনলাইনে মানুষের তথ্য অধিকারকে রক্ষা করা করা।

উল্লেখ্য, ওই সম্মেলনে এনএসএর ডেপুটি ডিরেক্টর রিক লেডগেট যোগ দেওয়ার কথাও ছিল। টেড সম্মেলনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। তবে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।