আমাদের কথা খুঁজে নিন

   

মূল পর্বের পথে আয়ারল্যান্ড

৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। টানা দুই ম্যাচ হেরে যাওয়া আমিরাতের প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান করে আমিরাত।

৪৬ রানে ৩ উইকেট হারানোর পর শাইমান আনওয়ার ৩০ রান করলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

আয়ারল্যান্ডের পক্ষে পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন দুটি করে উইকেট নেন।



জবাবে আয়ারল্যান্ড ১৪ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি।

সে সময় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য ৮২ রান প্রয়োজন ছিল আইরিশদের। তাই তাদের জয়ের ব্যবধান ২১ রান।

অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অপরাজিত ছিলেন ৩৩ রানে। ৪৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় এড জয়েস।




সংক্ষিপ্ত স্কোর
:

সংযুক্ত আরব আমিরাত
: ২০ ওভারে ১২৩/৬ (আমজাদ ২০, আসিফ ১১, খুররাম ১৬, পাতিল ০, আনওয়ার ৩০, জাভেদ ১৯, মুস্তফা ১৩*, শেঠি ১*; স্টার্লিং ২/১২, ও’ব্রায়েন ২/১৭, মুর্তাঘ ১/২০)

আয়ারল্যান্ড
: ১৪.২ ওভারে ১০৩/৩ (পোর্টারফিল্ড ৩৩*, স্টার্লিং ৮, জয়েস ৪৩, ও’ব্রায়েন ০, পয়েন্টার ৪, উইলসন ১*; আসাদুল্লাহ ২/২১, জাভেদ ১/১৮)

ম্যাচ সেরা: এড জয়েস।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।