আমাদের কথা খুঁজে নিন

   

ষোল কোটি মানুষের আবেগ এবং এক প্রতিবন্ধি ও আর এক গান্জুট্টির গল্প...

সুতো ছেড়া ঘুড়ি

যে বোলারের হাতে বল তুলে দিলেই দু'হাত তুলে আল্লাহ্ ডাকতে হয় যে হে আল্লাহ্ একটা অন্তত ডট বল হোক তাকে কিভাবে দলে নেয়া হয়। হতে পারে সে পাপনের দু:সম্পর্কের ভাগিনা বা অন্য কিছু। জীবনে যাকে কোনদিন ভালো খেলতে দেখলাম না। প্রথম দিন দেখেই মনে হয়েছিল "হালায় পাক্কা গান্জুট্টি'। হ্যাঁ বাঘরুপি বিলাই ফরাইদ্যার কথা বলছি।

অনতি বিলম্বে এই অথর্বকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে দলে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। যদিও এক্ষেত্রে জিয়ার নাম যদি বিসিবি কর্মকর্তাদের কাছে অসুবিধার কারণ হয়ে দাড়ায় তবে আমি নিজ খরচে দিয়ার আকিকা দিয়ে তার নাম শাহজালালে রুপান্তর করে দিতে রাজি আছি, মনেহয় জিয়ারও আপত্তি থাকার কথা নয়। আর আমার এও মনে হয় শুধু আমি নই বাংলার শত শত লোক এই আকিকার গরু বিসিবি সভাপতির বাসায় পাঠিয়ে দেবে যদি তিনি একবার মুখ ফুটে বলেন।

আর একটি জানোয়ারের থুক্ক্ব পেলেয়ার কথা না বললেই নয়। যাকে কবে শেষ ভালো খেলতে দেখা গেছে হয়তো অধিকাংশ বাংগালীরই মনে নাই।

আমার প্রতিবন্ধি ভাই বোনদের প্রতি সম্মান বেখেই বলছি... এই লোকটি কে আমার স্রেফ প্রতিবন্ধি মনে হয়। বোলিং স্ট্যাইল থেকে শুরু করে মাঠের মুভমেন্ট.. কোথাও আমি খেলোয়ারের নুন্যতম ছিটেফোটা খুজে পাইনা। আমার মনেহয় আমি কি বলছি সবাই বুঝে গ্যাছেন। হাসবেন না... চলেন রাজ্জাক্যারে দল থেকে বের করে দিয়ে সোহাগ গাজীরে অ্যাড করি। বোলিং এর পাশাপাশি কিছু চার ছক্কাও পাওয়া যাবে।



আর ক্যাপ্টেনকে বলছি, "” প্রিয় মুশি, ক্যাপ্টেন্সি না বুঝলে বাশার কিংবা মাশরাফির কাছ থেকে টিপস্ নাও। দয়া কইরা উল্টা পাল্টা বলিং চেন্জ কইরোনা কইয়া থুইলাম । ”

আমার মনে হয় আজ ব্যাটিংটা খারাপ হলেও যা রান ছিল তাতে হংকং কে ধরে দেয়া যেত । ভাগ্য খারাপ রুবেল ব্যাথা পেয়ে আসল বলিংটা করতে পারলনা। তারপরেও আমার মনে হয় ফরাইদ্যার চেয়ে স্পিনার নাসির বেটার চয়েস ছিল।



বিসিবি'র প্রতি আকুল আবেদন ষোল কোটি মানুষের আবেগ নিয়ে খেলবেন না... একটা ফ্রি অ্যাডভাইস নেন,

বাংলাদেশের বেস্ট একাদশ:
এনামুল, তামিম, সাকিব, মুশফিক, সাব্বির, নাসির, জিয়া, সোহাগ, রিয়াদ, মাশরাফি, আল আমিন

বুঝে দেখবেন দয়াকরে... এর পর আবেগ নিয়ে খেললে কিন্ত ছাড়ন নাই কইয়া দিলাম....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।