তুমি ততটুকু সুন্দর,
যতটুকু সুন্দর হওয়া যায়
তুমি ততটুকু মায়াবী,
যতটুকু মায়াবী হওয়া যায়|
তুমি ততটুকু আবেগী,
যতটুকু আবেগী হওয়া যায়,
তুমি ততটুকু লাজুক,
যতটুকু লাজুক হওয়া যায়|
তুমি ততটুকু অভিমানী,
যতটুকু অভিমানী হওয়া যায়|
তুমি ততটুকু নম্র ভাবে কথা বলো,যতটুকু নম্র ভাবে কথা বলা যায় তুমি ততটুকু সুন্দর করে হাসো, যতটুকু সুন্দর করে হাসা যায়| তুমি ততটুকু কাছে আসো,
যতটুকু কাছে আসা যায়|
তুমি ততটুকু ধৈর্য্যধারন করো, যতটুকু ধৈর্য্যধারন করা যায়
তুমি ততটুকু বিশ্বাস করো, যতটুকু বিশ্বাস করা যায়
তুমি আমায় ততটুকু ভালোবাসো, যতটুকু মানুষকে ভালোবাসা যায়|
উৎসর্গ:লিলিকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।