আমাদের কথা খুঁজে নিন

   

৫২ দিন পর তিন যুবককে ফেরত দিল ভারত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তে বৃহস্পতিবার রাতে তাদেরকে হস্তান্তর করে।এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই তিন যুবক হলেন- কুমিল্লা জেলার বাঞ্জারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের জালু মিয়ার ছেলে মোমিন উদ্দিন (২২), একই এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩০) ও নরসিংদী জেলার সদর থানার সাথিপাড়ার আব্দুস সালামের ছেলে হাবিবুর রহমান (২৬)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে ফেরত আসা তিন বাংলাদেশি যুবক ৫২ দিন আগে দালালের মাধ্যমে কক্সবাজারের নাফ নদী দিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে ওঠে। ভারতীয় সীমানায় যাওয়ার পর গভীর সমুদ্রে তাদের ট্রলারটি বিকল হয়ে যায়। এ সময় গভীর সমুদ্রে তারা ভাসতে থাকেন।

পরে গভীর সমুদ্র থেকে একটি অস্ট্রেলিয়ার জাহাজ তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের কাছে তুলে দে।

দেশে ফেরা তিন যুবককে রাতেই বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সেখানে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পোর্ট থানার ওসি মোশাররফ হোসেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।