আমাদের কথা খুঁজে নিন

   

৮ মাস আগের নারীর গলিত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর এলাকায় একটি গোডাউনের নির্মাণ কাজ করার সময় মাটির নিচে পাওয়া নারীর গলিত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর নাম শাহানা ওরফে শাহানাজ (২৮)। শাহানাকে ৮ মাস আগে হত্যার পর তার লাশ সেখানে পুতে রাখা হয়েছিল। শাহানার হত্যার ঘটনার সাথে জড়িত খুনী রাশেদ (৩৬) কে গ্রপ্তোর করেছে পুলিশ।

গ্রপ্তোরকৃত রাশেদ শাহানাকে হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে।

এ ব্যাপারে তিনি আদালতের কাছে ১৬৪ ধারা জবানবন্দী দিবেন বলে পুলিশ জানায় । খুনী রাশেদ জামালপুর সরিষাবাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে এবং সুবর্ণা টেক্সটাইল মিলে সুপার ভাইজার হিসেবে চাকুরি করে।

পুলিশ সুপার বলেন, শাহানা সম্পর্কে রাশেদের স্ত্রীর খালাতো বোনের মেয়ে। ঘটনার প্রায় এক বছর পূর্বে শাহানা রাশেদের পরিবারের সাথেই মান্নানের বাড়িতে ভাড়া থাকতো। এক সাথে থাকার সুবাদে রাশেদের সাথে শাহানার প্রেমের সম্পর্ক হয়।

এক পর্যায়ের তাদের সম্পর্ক দৈহিক পর্যায় গিয়ে পৌছায়। তাদের দুইজনের সম্পর্কে কথা রাশেদের স্ত্রী টের পেলে তাদের সংসারে দ্বন্দের সৃষ্টি হয় এবং রাশেদের স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। তখন রাশেদ শাহানাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ঈদুল ফিতর এর ছুটির সময় এক রাতে শাহানাকে তার ঘরের মধ্যে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার লাশ মাটিতে পুতে রাখে রাশেদ।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।