আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ম-আপ ম্যাচে হেরে ব্যাকফুটে পাকিস্তান: ইনজামাম

শুক্রবার মীরপুরে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের মূলপর্ব ৷ ভূ-রাজনৈতিক দুই প্রতিপক্ষের মাঠের মহারণ দেখার প্রতীক্ষায় অধীর আগ্রহে অনেকদিন ধরেই তীর্থের কাকের মতো অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব। এই ম্যাচকে টুর্নামেন্টের ইউএসপি বলেও মনে করছেন ক্রিকেট বোদ্ধারা৷ মাঠের যুদ্ধের জন্য প্রস্তুত দুই শিবির ৷ মহেন্দ্র সিং ধোনির ভারত ও মহম্মদ হাফিজের পাকিস্তান লড়াইয়ে নামার আগে দু’টি করে ওয়ার্ম-আপ ম্যাচও খেলেছে ৷ দুই দলই একটি করে হেরেছে ৷ বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে শুক্রবার মহাযুদ্ধের আগে চাঙ্গা টিম ইন্ডিয়া। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার কাছে আট উইকেটে হেরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে ব্যাকফুটে পাকিস্তান ৷ ওয়ার্ম-আপ ম্যাচের হারটা মূল লড়াইয়ে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। আর এমনটা ভাবছেন সয়ং প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক।

বুধবার প্রোটিয়া বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷ ১৭.৩ ওভারে মাত্র ৭১রানে গুটিয়ে যায় পাক ইনিংস ৷ তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দলের ব্যাটিংয়ের এমন অবস্থাই ভাবিয়ে তুলেছে ইনজামামকে।

তিনি বলেন, বরাবর আমি খেলোয়াড়দের বলে এসেছি ভারত ম্যাচ নিয়ে অযথা চিন্তা না করতে ৷ আশা করব, দক্ষিণ আফ্রিকার কাছে হার মন থেকে মুছে ফেলে পাক খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে ৷’

শুধু তাই নয়, হাফিজের দলের প্রথম একাদশ নিয়ে বোমা ফাটানো মন্তব্য করেছেন সাবেক এ অধিনায়ক। শোয়েব মালিকের না থাকা এবং প্রথম একাদশে ওপেনার শারজেল খানের জায়গা নিয়ে প্রশ্ন তুলে ইনজামাম বলেন, ‘যত বড় খেলোয়াড়ই হোক না কেন ফর্মে না থাকলে কারোর দলে থাকা উচিত নয়। আমার মতে, প্রথম একাদশ থেকে কয়েকজনের বাদ পড়া উচিত। ভারতের বিরুদ্ধে এমন খেলোয়াড়দের রাখা উচিত, যারা চাপ নিয়ে পারফর্ম করতে পারে ৷ ফর্মে না থাকা খেলোয়াড়রা কখনোই এটা করতে পারে না৷’

তবে আশার কথাও শুনিয়েছেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইনজামাম ৷ তিনি বলেন, ‘১৯৯২ বিশ্বকাপে ছ’টি প্রস্তুতি ম্যাচের সব কটি আমরা হেরেছিলাম ৷ তার পরও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কারণ আমাদের দলে ইমরান খানের মতো একজন নেতা এবং জাভেদ মিয়াদাদ ও ওয়াসিম আকরামের মতো খেলোয়াড় ছিল।

সুতরাং আমি ছেলেদের বলব দক্ষিণ আফ্রিকা ম্যাচের হার নিয়ে না ভেবে ভারতের বিরুদ্ধে মাঠে নামা উচিত। আর মনে রাখা দরকার পাক-ভারত ম্যাচ মানে পাকিস্তানের বোলিং আর ভারতের ব্যাটিংয়ের লড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.