আমাদের কথা খুঁজে নিন

   

‘’ ইভটিজিং এর নগরী খুলনা’’, ‘শান্তিধাম’ এ যত্র তত্র ইভটিজিং কেন ???? এ আমারা কোথায় চলেছি ?’’

অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ



যেখানে কোন নিয়ম দেশ জুড়েই নেই সেখানে শুধু খুলনার কথা বললে হয়ত ভুল হবে, এখন এমন পরিস্থিতি সব খানেই । তবুও দেশটা মগের মুল্লুক হওয়ার যাতনা অনেক । খুলনা শহর এখন মেয়েদের জন্য এক অনিরাপদ অনিশ্চিত শহর যেখানে একটি মেয়ে তার নিজের মত করে কোথাও যেতে পারছেন না। পারলেও স্ট্রিট রোমীয়দের ভিড় অনাকাঙ্ক্ষিত বিব্রত কর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন।
খুলনার শান্তিধাম এলাকা থেকে ফুলমার্কেট এমনি এক জনপদ এখন হাজার হাজার লোকারণ্য মানুষের ভিড় তবু যেন দেখার কেও নেই।

অপদার্থ হ্যাংলা যুবকদের আড্ডা কেন্দ্রে পরিনত হয়েছে এই শান্তি ধামের মোড় , তার থেকে একটু সামনে ফুল মার্কেট সংলগ্ন এলাকা। আর সব চায়ের দোকান গুলোতে চলে বিরামহীন অবস্থান। এইসব ভাসমান যুবকদের ব্যাপারে এলাকায় কোন সচেতনতা নেই । অন্য এলাকা থেকে এখানে প্রতিদিন তাদের অবস্থান এক নিয়ম এ পরিনত হয়েছে।
প্রত্যেক দিন এক শ্রেণীর যুবক উঠতি ছেলে রাস্তায় আস্তে যেতে মেয়েদের পথ আগলে ডিস্টার্ব করছে।

বিকেলের দিকে মেয়েদের টার্গেট করে বাইক থেকে নানা ভাবে পিছনে লাগছে। এখন শুধু বাইকে পিছে লেগে খান্ত হচ্ছে না,মেয়েদের পথ আগলে তাদের সাথে কথা বলতে বাধ্য করা হচ্ছে। দু একদিন পর পর তাদের পথ রোধ করার ঘটনা অনেকেই দেখছেন কিন্তু ভয়ে কেও মুখ খুলছেন না । দেখেও যেন কেউ দেখছেন না। শুনেও কানে তালা দিয়ে থাকাটাই যেন নিয়ম।


ঘটনা ১। ‘রুপা’ (কাল্পনিক নাম), কোচিং থেকে বাসায় ফিরছে। রাস্তায় অবস্থান নেয়া কিছু যুবক তার জন্য প্রতিদিন অপেক্ষা করছে। পথে তাকে পেছন থেকে ডেকে থামানো হল। তাকে বলা হচ্ছে আপানাকে দেখতে চেনা চেনা লাগছে।

কোথায় যেন দেখেছি? আপনার নামটা? এভাবে এক দিন ,দু দিন, তিন দিন। মেয়েটির আতঙ্কের শেষ নেই। বাসায় বলে উলটা বাবা মার ঝারি খেতে হল।
ঘটনা ২,তন্বী (কাল্পনিক নাম), বাসায় ফিরছে অফিস থেকে। তার আসবার পথে বাইক নিয়ে এসে পাশে থামিয়ে বল্ল মাথাই নষ্ট ।

বাইকে চালকের আসনে থাকা ছেলেটি তার পথ রোধ করে পরিচিত হতে চাইল। মেয়েটি কি জবাব দেবে হতভম্ব। তাকে কেও এভাবে থামাবে সে ভাবতেই পারেনি। পর দিন একি ঘটনা , আরেক যুবক ম্যসেঞ্জার হয়ে এসে আপু আপু করে পেছন থেকে ডাকতে লাগ্ল। দেখেও না দেখার মত করে চলে যাচ্ছিল তন্বি।

কিন্তু তার সামনে অবস্থান নিয়ে কিছু কথা আছে বলে আবার হয়রানি। কি কথা ? জিজ্ঞেস করলে আপনার ফোন নাম্বার দেয়া যাবে, বন্ধুত্ব করতে চায় আমার এক বড় ভাই। বিনীত ভাবে এড়িয়ে গেলেও এড়া পিছু ছাড়েনা ।

ঘটনা ৩। মিমি (কাল্পনিক নাম), এমন অনেক বার ঝামেলায় পরেছে সে।

বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসার পথে এক যুবক বীর দর্পে তার বন্ধুদের নিয়ে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকে। কখনও এদিকে কখনও ওদিকে। শেষ পর্যন্ত তাকে অনুসরন করে করে বাড়ি পর্যন্ত দেখে যায়, কোন বাসায় থাকে, ঘরের দেয়াল এর বিপরীত গলিতে এসে আনাগোনা করে আতংকিত করে।

এইভাবে চলতে দেয়া যায় না। খুলনা একটি পরিষ্কার পরিছন্ন ঝকঝকে শহর হিসেবে সুনাম অর্জন করেছে।

খুলনার নগর অভিবাবক যারা আছেন , সরকারি এবং বেসরকারি সকল কর্তা যারা এই শহরের ভিবিন্ন দায়িত্বে নিয়জিত তাদের কাছে কামনা এই যে তারা এই বিষয় গুলো এড়িয়ে যাবেন না এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

পারিবারিক শিক্ষার অভাব পুরনে এই যুবকদের চিনহিত করে তাদের আত্বশুদ্ধির ব্যাবস্থা করাটা জরুরি। গত এক সপ্তাহ ধরে এই ঘটনা প্রতিদিন ঘটছে। আতঙ্কিত কয়েকজন মেয়ের বাস্তব ঘটনা তুলে ধরার উদ্দেশ্য এই যে অবিলম্বে শান্তি ধাম,শামছুর রাহমান রোড, ফুল মারকেট,খান জাহান আলি রোড এই সব ব্যাস্ত রাস্তা গুলোকে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা পর্যবেক্ষণ করুক এবং মেয়েদের সুস্থ্য সুন্দর চলা ফেরা নিশ্চিত করা হোক ।

জানিনা আগামীকাল কি ঘটবে ?????????????????? এই ভাবে চলবে না এসব বন্ধ হবে????????????? পোস্টটিকে স্টিকি করার জন্য সামহোয়্যার ইন কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই।

বিষয়টি যথাযথ কতৃপক্ষের কাছে তুলে ধরা অতি জরুরী ।


যোগাযোগ : ০১৭৬৫৮৮৬৭৬৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।