বাংলায় আমার জীবনানন্দ,বাংলা প্রাণের সুর। আমি এই বাংলার মায়াভরা পথে হেটেছি এতটা দূর। ।
কম্পিউটার এবং কনসোলে যারা গেম খেলেন তাদের মধ্যে Assassin's Creed সিরিজের নাম শোনেন নি এমন কাউকে পাওয়া যাবে না। অসাধারন সব লোকেশন আর সময়ে অত্যাচারী টেমপলার দের হাত থেকে সাধারনকে রক্ষার্থে আবির্ভুত হওয়া গুপ্তঘাতক তথা এসাসিনরা আমাদের অভিভূত করে।
Ubisoft এর এই অনবদ্য সৃষ্টি গেমারদের নজর সত্যিই কেড়েছে। বিশেষ করে এই সিরিজের গেমপ্লে উচু টাওয়ার থেকে লাফিয়ে কোন সৈন্যদলের ক্যাপ্টেনকে হত্যান করে তার ক্রুদ্ধ সৈন্যদের চোখের সামনে থেকেই মানুষের ভীড়ে মিশে যাওয়া,মধ্যযুগের মধ্যপ্রাচ্যে টাওয়ার,উচু ছাদে লাফিয়ে বা ঘোড়ায় করে ভ্রমণ এক কথায় মনোমুগ্ধকর। যারা খেলেননি তারা একবার ইউটিউবে গিয়ে এই সিরিজর যেকোন গেমের একটা গেমপ্লে দেখে নেবেন।
যাইহোক,এসাসিনস ক্রিড সিরিজে্র শেষ গেমে মুল চরিত্র হিসেবে দেখা গেছে এডওয়ার্ড নামের এক জলদস্যুকে। সিরিজের অন্যান্য গেমগুলাতে যেসব চরিত্র দেখা যায় যেমন এজিও,অল্টাইয়ার,কনার এরা ছিল ন্যায়ের প্রতীক।
অত্যাচারীদের দমন করার জন্য একের পর এক হত্যা,গোপন তথ্য পাচার আর শক্তিশালী অতিপ্রাকৃত ক্ষমতাশালী অস্ত্রের ব্যবহার করত এরা। কিন্তু এডওয়ার্ড চরিত্রে দেখা যায় জলদস্যু হিসেবে অঢেল টাকা পয়সার খোজেই সে অসাধ্যকে সাধন করছে। বণিকদের জাহাজ আক্রমন,সাধারনকে খুন করে হলেও তার আসল উদ্দেশ্য পুরন করা চাই-টাকা!আর একজন দস্যুর কাছে কিই বা আশা করেন! কোন ঘটনায় যাব না,তাহলে যারা গেমটা খেলেননি তাদের মজা নষ্ট হবে খেলার সময়!
মধ্যপ্রাচ্য,আমেরিকা,ক্যারিবিয়ান সাগর পাড়ি দেবার পর এবার পরবর্তী এসাসিনের আবির্ভাব হতে চলেছে ফ্রান্সে। ফ্রান্সের বিদ্রোহের সময়কালীন একটা গল্পেই নিয়েই এবার আসছে প্রতিক্ষিত Assassin's Creed 5.Ubisoft এর Jade Raymond মিডিয়াতে জানিয়েছেন এটি সিরিজের অন্যতম শ্রেষ্ঠ গেম হতে যাচ্ছে। যদিও ঐতিহাসিক খুব বেশি মিল থাকবে না এতে।
আর গেমের নাম থেকেই খানিকটা আন্দাজ করা যায় Assassin's Creed:Brothehood গেমের মতই নতুনভাবে হয়ত একটা এসাসিনদের ডেডলি দল দেখা যাবে এই গেমেও কারন হাই গ্রাফিকাল আর বাজেটের এই গেমটির নাম ঠিক করা হয়েছে Assassin's Creed 5:Unity
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।