চোখ দুটোকে আরো আকর্ষণীয় করে তুলতে এবং চোখের পাপড়িকে ঘন ও লম্বা দেখাতে ব্যবহার করা হয় মাশকারা। দোকানে কালো ও নীল রঙের মাশকারা পাওয়া গেলেও সচরাচর আমরা কালো মাশকারাটাই বেছে নেই চোখের জন্য। নীল মাশকারা ব্যবহার করলে কেমন দেখাবে সেই ভয়ে এটি কখনই ব্যবহার করা হয় না।
চোখের সাজে ড্রামাটিক লুক নিয়ে আসতে ব্যবহার করতে পারেন নীল মাশকারা। মেকআপের একঘেয়েমি নিমিষেই কাটিয়ে দিতে নীল মাশকারার বিকল্প নেই।
১. চোখের পাপড়িতে নীল মাশকারা ব্যবহারের জন্য চোখের উপর ভালো করে বেজ মেকআপ দিয়ে নিন। কনসিলার দিয়ে চোখের নিচের কালি ঢেকে ফেলুন।
২. মাশকারা দেয়ার আগে চোখে লেন্স পরতে চাইলে পরে নিন। নীল মাশকারার সাথে নীল, একুয়া ও হ্যাজেল রঙ এর লেন্স বেশ মানিয়ে যায়।
৩. চোখের পাপড়িতে নীল মাশকারা ব্যবহারের আগে আইশ্যাডো দিয়ে নিন।
না হলে আইশ্যাডো মাশকারায় লেগে যেতে পারে। তবে এক্ষেত্রে ন্যুড আইশ্যাডো দেয়াই ভালো। গাঢ় রঙ এর আইশ্যাডোর সাথে নীল মাশকারা একেবারেই মানায় না।
৪. চোখের পাপড়িতে প্রথমে এক কোট কালো মাশকারা দিয়ে শুকিয়ে নিন। এরপর চোখের পাপড়িতে উপরে ও নিচে দুই তিন কোট নীল মাশকারা লাগিয়ে নিন।
৫. মাশকারা ভালো করে শুকিয়ে গেলে চোখের কোলে নীল অথবা সাদা কাজল লাগিয়ে নিন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।