বাঙলা কবিতা .... .... সবুজে আগ্রহ বাড়ে অবগুণ্ঠনের দিকে দৌড়ে যায় সমস্ত জিজ্ঞাসা এ শীতে কোথায় আছো কার ক্ষেতে ফলিয়াছো ঘুমন্তসুন্দর! ভোরের রোদের সাথে হেঁটে যাচ্ছি বহুদূর নিরালার পথে কুয়াশার প্রসেশন, ঘেরাও ও অবরোধ রাজনৈতিক হয়ে উঠছে ক্রমে ওসবে আমার কোনও লাভালাভ নেই দু হাজার বারো ক্ষেত পার হয়ে সারিবদ্ধ বাঁধাকপি তন্নতন্ন করে খুঁজে যাচ্ছি স্তব্ধতার মানে কতোটা বয়স হলে, প্রিয় সব্জি, খুলে দেবে মৌন ভাঁজগুলো? কোনটা কুয়াশা আর কোনটা যে ধুলো এ রহস্যরাত্রি তার ভেদাভেদ কাউকে বলে না তুমি এসে কানে কানে বলো! .... ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।