আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহূর্তে--- মুহিনের ঘোড়াগুলি

আসবে সময় আমাদেরও, হাসবে তখন মহাকাল। মিশবে তখন ধুলোতে, জীর্ণ নীতির কঙ্কাল। মুক্তির পথ ধরে, অধিকার ঘরে ঘরে। নিকশ কালোরা আর বুনবে না জাল! জানিনা গানটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গাওয়া হয়েছে কিনা। ।

কেও জানলে একটু জানাবেন। কিছু ভুল থাকতে পারে। । কিছু শব্দের উচ্চারন ঠিক ভাবে বুঝি নি। ।

আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। । এই মুহূর্তে, মৃত মানুষের ভিড়, বাসভূমি অস্থির। । এই মুহূর্তে, কাঁটাতার পেরিয়ে, প্রহরা এড়িয়ে।

এই মুহূর্তে, দলে দলে হেটে যায়, বিদেশের সিমানায়। এই মুহূর্তে, নতুন ঠিকানা চাই, যেখানে সবার ঠাই। এই মুহূর্তে, কোন অলিখিত শর্তে, গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মরনাস্ত্র। এই মুহূর্তে, কোন ভাঙ্গা দেশ জুড়তে, কনসার্টে গান গায় কত মায়স্ত্র। পারি না, পারি না কেন বুঝতে?? একি প্রপঞ্চ মায়া!! এই বিশ্বরূপ দেখে চুপ করে থাকি যদি, আমি নেহাতই বেহায়া।

এই মুহূর্তে, ৩য় বিশ্ব জুড়ে, মান্নার দরবারে এই মুহূর্তে, খরা আর বন্যা, শিশুদের কান্না। এই মুহূর্ত, জীবনধারণ গ্লানি , শুধু মিছে হয় রানী। এই মুহূর্তে বুকের গভীরে ক্ষত, ছড়িয়েই আছে তত। এই মুহূর্তে, কারো কোন স্বার্থে, চিরহরিতের বন ফিকে হয়, মহীরুহ পতনের শব্দ। ।

এই মুহূর্তে,অধিকার কাড়তে, অনেক আশার কথা বলেছিল যারা, আজ সকলে স্তব্ধ। । পারি না, পারি না কেন বুঝতে?? একি প্রপঞ্চ মায়া!! এই বিশ্বরূপ দেখে চুপ করে থাকি যদি, আমি নেহাতই বেহায়া। এই মুহূর্তে, নিশ্বাসে প্রশ্বাসে, ঘুন ধরে বিশ্বাসে। ।

এই মুহূর্তে, খোলা বাজারের হাওয়া , চুপিসারে করে ধাওয়া। । এই মুহূর্তে, হাওয়ায় অসুখ হয়, ভিতরে ভিতরে ক্ষয়। এই মুহূর্তে,তবুও মানুষ হাসে, গান গায় ভালবাসে। ।

এই মুহূর্তে, এই সময়কে ধরতে, বুদ্ধিমানেরা যত বানী দেয় শত শত, সমাজতো গড়বার। । এই মুহূর্তে, তবু প্রতিরোধ করতে বোকারা স্বপ্ন দেখে, আবার নতুন করে পৃথিবীটা সাজাবার। । পারি না, পারি না কেন বুঝতে?? একি প্রপঞ্চ মায়া!! এই বিশ্বরূপ দেখে চুপ করে থাকি যদি, আমি নেহাতই বেহায়া।

। এই মুহূর্তে বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার! এই মুহূর্তে বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার! এই মুহূর্তে বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার!.................. ডাউনলোড লিঙ্ক! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।