আমাদের কথা খুঁজে নিন

   

ফের পরীমনি-সাইমন জুটি

আবারও বড় পর্দায় জুটি বাঁধলেন পরীমনি ও সাইমন। এবার তারা অভিনয় করবেন প্রখ্যাত চিত্র নির্মাতা এফ আই মানিকের 'সারপ্রাইজ' শিরোনামের একটি চলচ্চিত্রে।

এই জুটির 'রানা প্লাজা' চলচ্চিত্রটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। রানা প্লাজাতে পরীমনি অভিনয় করছেন রেশমা চরিত্রে। সাইমন ধনাঢ্য পরিবারের সন্তান।

দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ধনী-গরীবের এই অসম প্রেম মেনে নিতে নারাজ সাইমনের পরিবার। তাদের প্রেম নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের এক পর্যায়ে ঘটে রেশমার কর্মস্থল রানা প্লাজা ধ্বসের মর্মান্তিক ঘটনা। এতে গল্প মোড় নেয় অন্যদিকে।

এদিকে এফ আই মানিক জানান, 'সারপ্রাইজ' চলচ্চিত্রে এই দুই শিল্পী একেবারেই ভিন্নধর্মী দুটি চরিত্রে অভিনয় করবেন।

যথারীতি এর গল্পে প্রেম, পারিবারিক সংঘাত, কৌতুকসহ সবই থাকবে। আর এসব কিছুই গড়াবে পরীমনি ও সাইমনকে ঘিরে।

অন্যদিকে এই দুই অভিনয় শিল্পীও এফ আই মানিকের মতো একজন উঁচুমাপের নির্মাতার নির্দেশনায় কাজের সুযোগ পেয়ে অভিভূত। তারা এই চলচ্চিত্রে তাদের সেরা কাজটি উপহার দিতে চান।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।