ধুত্তোরি, তোর পড়াশুনা!
ভাল্লাগে না মোটে ।
মাথার ভেতর হরদম সব
রঙ্গিন ঘুড়ি ছোটে ।
রঙ- বেরঙ্গের ঘুড়ি সেসব
দীর্ঘ তাদের লাটাই- সুতো,
ঘুরতে পারি ইচ্ছে যখন
যখন- তখন মনের মতো ।
পড়ার মত নয়ত আজব
হরেক রকম তত্ত্বমালা,
বিছিয়ে দিল কে রে এমন -
বিচ্ছিরি সব জ্ঞানের ডালা!
বলব কি ভাই, সত্য কথা
চাই না এমন জ্ঞানের আলো,
দরকারি আর সহজ যা
অল্প হলেও সেই ভালো।
শিখতে শিখতে আর কতদুর
নেই বুঝি এর কিনারা কভু,
সাঙ্গ হল অর্ধ -জীবন
জীবন বাতি নিভু নিভু।
চলতে চলতে যেটুকু চাই
সেটুকু আমার হলেই হলো -
ছোট্ট আমার জ্ঞানের বাতি
মিট্-মিটিয়ে দেবে আলো ।
বিশাল আমার জ্ঞানের পাহাড়
রইলো পড়ে এলো- মেলো,
চাইনা শেষে বলতে আমি
মিছেমিছি সময় গেল ।
তাইতো এবার পড়াশুনা সাঙ্গ করি
রঙ – বেরঙ্গের উড়ায় ঘুড়,
স্বপ্ন সুখের এই পৃথিবী
কেন এমন জটিল করি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।