আমাদের কথা খুঁজে নিন

   

আহা আহা দেশপ্রেম

আমাদের দেশে আজকাল দেশপ্রেমিক এবং ধার্মিক উভয়ের দেখা মেলে দিবসে দিবসে। । আজ বিজয় দিবস,তারা মাথায় পতাকা,গালে পতাকা,হাতে পতাকা,পতাকায় পতাকাচ্ছন্ন হয়ে যায়। । পহেলা বৈশাখেই তারা দেশি খাবার খায়,আর ডিজিটাল মেয়েরা নববর্ষ,বিজয় দিবস,একুশে ফেব্রুয়ারিতেই কেবল হয় শাড়িপরিহিতা ললনা।

। সেদিন বাঙালি হয়ার কোন উপায় ই বাদ দেয় না। আর সারা বছর- ''হেই,হাও আর ইউ'',''হোয়াটস আপ?'' ছাড়া তাদের চলেই না। । যতদিন এই দিবসভিত্তিক দেশপ্রেম বন্ধ হবে না,ততোদিন কেউ এই দেশে প্রকৃত দেশপ্রেমিক খুঁজে পাবেনা।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।