আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্প:শুভ্রতার ছোঁয়া



আমার দেখা ক্লাশের সবচেয়ে নিরীহ মেয়ে সিমি|কখনো তার সাথে ঘটা করে পরিচয় হয়নি|তার সাথে কখনো কথা হয়েছে বলে মনে পড়ছে না|

অর্নাস লাইফের প্রথম বর্ষে তাকে কখনো ওভাবে খেয়াল করা হয়নি|ক্লাশের আর দু চার জন মেয়ের মত,সিমি ও স্বাভাবিক একটা মেয়ে| বন্ধুদের সাথে ক্লাশ করে,চুপচাপ বসে থাকে|ক্লাশে কখনো হই হুল্লোড় করতে তাকে আমি কখনো দেখিনি|কখনো তাকে ভিন্নভাবে দেখা হয়নি|সে কারনে হয়তো ওভাবে চোখেও পড়েনি|

আমার বন্ধু অর্নব|দুষ্টমীতে ক্লাশের সবচেয়ে সেরা একটা ছেলে|সারাহ্মন বন্ধুদের নিয়ে মেতে থাকতে ভালবাসে|আমরা ক্লাশে সবাই নতুন বন্ধু| বিভিন্ন রকম ছেলেমেয়েদের নিয়ে কথা হচ্ছে|কোন ছেলেটা কি রকম,কোন মেয়েটা কি রকম|কোন মেয়েটার ভাব বেশী,কোন মেয়েটা বেশী কথা বলে|কোন মেয়েটা বন্ধুসূলভ,আবার কোন মেয়েটা অনেক সুন্দর করে কথা বলতে পারে|আবার কোন মেয়েটা চশমার উপর দিয়ে চেয়ে থাকে,আবার কোন মেয়েটা বেশ চুপচাপ,কথা কম বল|এসব নানা রকম কথা হচ্ছিল|বন্ধুরা সবাই একসাথে হলে যা হয়|

হঠাৎ করেই,আমার বন্ধু অর্নব।এই নিরীহ মেয়েটি সর্ম্পকে একটি কথাবলে|যে মেয়েটি অনেক চুপচাপ থাকে,চশমা পড়ে|ওর চেহারার মধ্যে একটা মায়া আছে|কথাটা সোনার পর ,আমি কিছুটা থমকে যাই|এই ভেবে যে,এই মেয়েটির কথা কারও মাথায়ই ছিল না|কিন্তু,অর্নব এটা খেয়াল করেছে|অর্নবের কথাটা আমার মাথায় ঢুকে যায়|মেয়েটাকে নিয়ে একটু ভাবতে থাকি|কিন্তু,সে ভাবনা আর কমে না|ক্রমে ক্রমে সেটা বারতে থাকে|

আসলেই তো অর্নবের কথাটাই ঠিক|মেয়েটির চেহারায় মধ্যে অন্য রকম মায়া আছে|যেন হিমালয়ের বরফের মত,শুভ্রতার ছোঁয়া তার চেহারায়|কথা অনেক কম বলে|কিন্তু যেটুকু বলে,সে টুকু শুনলে সবার প্রান জুড়িয়ে যাবে|কত সুন্দর করে চশমা টা নাকে উপর বসিয়ে রেখেছে|খুব বেশী হাসতে দেখিনি,মাঝে মাঝে হাসলেই যেন|সেই হাসিতে মুক্ত ঝড়ে পরে|

আমি জানি একটি মেয়ে কখনো,সব দিক থেকে পারফেক্ট হয় না|সিমি ও পারফেক্ট নয়|তার চুলগুলো আর একটু লম্বা হলে,আরও অনেক বেশী সুন্দর লাগতো|

কিন্তু,সেটা তো হবার নয়|তার পরেও সিমি অনেক সুন্দর|সাদা কাঁশফুলের ছোঁয়া আছে মেয়েটির মুখে|কেমন জানি মায়া মায়া ভাব।

যেটা সবার চোখ এড়িয়ে গেলেও অর্নবের চোখ এড়ায়নি . . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।