আমাদের কথা খুঁজে নিন

   

এক মামলায় রানার জামিন

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজউকের করা মামলায় রানাকে আদালত ছয় মাসের জামিন দিয়েছে। পুলিশের করা অপর মামলাতেও রানা জামিন চেয়েছিলেন। তবে সেই আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে। ”

এ মামালায় গ্রেপ্তার রানার বাবাকেও গত বছরের ১২ সেপ্টেম্বর জামিন দিয়েছিল হাই কোর্ট।

গত বছর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এ মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।

রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য মামলাটি দায়ের করেন।

রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ৬ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।