আমাদের কথা খুঁজে নিন

   

বউ ও বিজ্ঞান গবেষণা

নিষিদ্ধ এক খেলা নিয়ে
সবাই যখন মত্ত
আমি তখন খুঁজতে থাকি
চাঁদের বুকের গর্ত ।

শান্তসাগর, ডিমোস -ফোবোস
চাঁদ নাকি মঙ্গলে
কোথায় থাকতো ডোডো পাখি
জলে নাকি জঙ্গলে ।

বিজ্ঞানের এই জ্ঞানটা যদি
পূর্ণতা না পায়
তবে কি আর মানুষ বল
থাকবে সভ্যতায় ?

তাইতো সব ই ছেড়েছুড়ে
হারিয়ে যাই বিজ্ঞানে
বিপদ শুধু এক জায়গাতে
বউ যদি চায় মুখপানে ।

গবেষণায় লাথি মেরে
বউ বরাবর ছুটি
বিজ্ঞানটাকে নিভিয়ে দিয়ে
তিমিরে মজা লুটি ।

শান্তসাগর, ডিমোস -ফোবোস
যেথায় থাকিস থাক
বৌয়ের বুকে চাঁদ খুঁজবো
নইলে করবে রাগ ।

বউটি আমার শুয়ে আছে
ফেলে দীর্ঘশ্বাস
বউয়ের বুকে পেলাম খুঁজে
হারানো অলিম্পাস ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।