মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি
সাতক্ষীরা থেকে শিশু-কিশোরদের জন্য একটি ত্রৈমাসিক নিয়মিতভাবে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। ত্রৈমাসিকটিতে শিশু-কিশোরদের জন্য নিয়মিত বিভাগ হিসেবে গণিত, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, ভাষা ইত্যাদির পাশাপাশি শিশু-কিশোরদের লেখা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ভ্রমণকাহিনি প্রভৃতিও থাকবে। নিয়মিত বিভাগগুলোতে খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের লেখা থাকবে।
সামুর ব্লগারদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইছি যে, এই ত্রৈমাসিকটিতে আর কী, কী রাখা যেতে পারে। এর নাম কী দেয়া যেতে পারে?
দয়া করে আপনার ভাবনাগুলোও আমাদেরকে জানান। আমাদের প্রকাশনা আপনার পরামর্শে অনেক বেশি মানসম্মত হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।