আমাদের কথা খুঁজে নিন

   

এসো হিম অন্ধকারে





এসো হিম অন্ধকারে
বিষন্ন মৃত্যুকে আলিঙ্গন করি ।
মেঘে মুড়িয়ে দিয়েছি বিষন্ন রাতকে
কেউ জেগে উঠবেনা ।
রাতের অবিন্যস্ত ক্রন্দনের স্রোত
ধীর লয়ে এখানে হাঁটবে
কেউ যাত্রাপথে চোখের জল ফেলবেনা
সবাই ঘুমিয়ে পড়েছে ভীষণ ।
নির্বাসিত হয়েছে পরিচিত শিরার স্ফুলিঙ্গ
কোথাও প্রজ্জ্বলিত আলো জেগে নেই ,
ডানা ঝাপটানো রাতের পাখি
জলের গভীরে ডুব দিয়ে হারিয়ে যাওয়ার গন্তব্যে ।
সুখ এই পরিচিত লোকালয়ের
অপরিচিত শব্দ ,
বিষন্ন মমতায় আসবে বলে
এতটা বছর জাগিয়ে রেখেছে ।
আমিতো রাতের শহরের বাতি নেভার আগেই জানি
কাল ভোরে দিনের আলোয় আবার অন্ধকার ঘুরবে ,
পেট্রোলের ধোঁয়ায় পুড়বে আমার দেখা আজন্ম সুখ
আমার আস্তিনে জমবে নতুন আরেকটা দিনের ময়লা ।
ভালোবাসার বুনন প্রক্রিয়া
শহরটায় হারিয়ে গেছে ভীষণ ,
জোছনার আবেশ এখানে আসে আরও
ভীষণ কষ্টটা বাড়িয়ে দিতে ।

এসো হিম অন্ধকারে
একসাথে হারিয়ে যাই দুজন ঘোর অন্ধকারে ,
একটা উষ্ণ ভালোবাসা জড়িয়ে নিয়ে
মৃত্যুটাকে অর্থবহ করি ।



 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।