অনলাইনে প্রেম-পিরিতি,
অনলাইনে বিয়ে,
অনলাইনেই পড়াশুনা
যাচ্ছি তো চালিয়ে।
অনলাইনে প্রতারনা,
ভাঙল কারো ঘর।
অনলাইনে প্রতিবাদের
উঠলো ভীষণ ঝড়।
অনলাইনে হিসেব খুলি
অনলাইনে ডিল,
অনলাইনে চাকরি পেলাম
পাথরে পাঁচ কিল।
অনলাইনে গেম খেলা যায়,
অনলাইনে চ্যাট,
অনলাইনে কোষাগারে
নিচ্ছে জমা ভ্যাট।
অনলাইনে কুমড়ো কিনি,
অনলাইনে চিনি,
অনলাইনে পোশাক কিনি,
লার্জ, মিডিয়াম, মিনি।
তোর বাড়িতে যাই না আমি
নেই না কোন খোঁজ-
আমায় নিয়ে নিত্য শুনি
এমন অভিযোগ।
মিছেই কেন খুঁজিস আমায়
বামে কিংবা ডাইনে,
গুগল সার্চে ক্লিক করে দেখ
আছি যে অনলাইনে।
(২২/০৩/২০১৪ইং)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।