-ধেত, এটা কি ফিল্ডিং দিল নাসিরইয়্যা , ধূর মুশফিক কি বেকুব হয়ে গেলো ওই জায়গায় শামসু রে কেন দিল । আরে এই ক্যাচটা তো আমাদের মধু ই নিতে পারতো , ব্যাটা মিস করে দিছে । হইলো এইটা?
-আদালত ভাই, আপনি কোন পজিশনে এ খেলতেন ?
- কদম অমি তো কোনো দিন ক্রিকেট খেলি নাই।
-ও আচ্ছা , আপনি তাহলে যোদ্ধা ছিলেন না। তাহলেতো আপনি অবশ্যই বোদ্ধা মানে খেলাটা খুব ভাল বুঝেন।
-তা একটু আধটু তো বুঝি।
-আমি উত্পল শুভ্র বা Harsha Bhogle টাইপ বুঝার কথা বলছি।
-এনারা আবার কারা। কোন দলে খেলেন। নাম শুনেত ইন্ডিয়ান দলের মনে হচ্ছে।
- ও আচ্ছা , তাহলে এই অবস্হা , আপনার সাথে আধা ঘন্টা ধরে খেলা দেখছি আর আপনার কমেন্ট্রি শুনছি। ভাবলাম আপনি বোধহয় খুব ভালো খেলোয়াড়
অথবা খুব ভালো বুঝেন। আপনি যেহেতু আমার মত সাধারণ দর্শক আসেন খেলা দেখি চুপ চাপ আর উত্সাহ দেই আকাশ ফাটিয়ে , এতে আপনার ও দেশের সবার ফায়দা হবে। যেভাবে উত্তেজিত হয়ে খেলা দেখছেন বা খেলার পর যেভাবে উত্তেজিত হচ্ছেন তাতে আপনার 'ব্লাড' তার প্রেসার স্ট্যাবল রাখবে না। হয় উপরে বা নিচে করে দিবে।
তখন দেখবেন ডাক্তাররা আপনার বুক কে ক্রিকেট পিচ্ বানিয়ে "চার , ছক্কা হই হই, ব্লাড গড়াইয়া গেল কই " করছে।
*সকল আ-যোদ্ধা আর আ-বোদ্ধারা, আসেন খেলা দেখি, খেলাইতো অন্য কিছু না। আপনার আর আমার সমালাচনা ক্রিকেটারদের মানসিক ভাবে বিপর্যস্ত করে দেয়। তা জিয়ার পক্ষে হউক বা রেজার বিপক্ষেই হউক। খেলোয়াড়রা জানেন, খারাপ করলেই ,আজ রেজাকে নিয়ে হলে কাল নাসির কে নিয়ে হতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।