আমাদের কথা খুঁজে নিন

   

আজ জরুরি বৈঠকে বসছে জি-৭

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ [প্রকৃতপক্ষে জি-৮] এর শীর্ষ নেতারা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আজ এক জরুরি বৈঠকে বসছেন। ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়া এবং সেখানে রুশ সেনা উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে ন্যাটোর সতর্কবার্তার পর এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

দ্য হেগে পরমাণু নিরাপত্তাবিষয়ক এক শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জি-৭ ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারা ক্রিমিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাশিয়াকে ছাড়াই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে একীভূত করার ঘটনায় রাশিয়াকে সম্প্রতি জি-৮ থেকে বহিষ্কার করা হয়। ১৯৯৮ সালে জি-৭ এর সঙ্গে রাশিয়া যোগ দিলে তা জি-৮  এ পরিণত হয়।

 

এতদিন ইউক্রেনের সেনাবাহিনীর ব্যবহার করা ক্রিমিয়ার ১৮৯টি সাইট রুশ সেনারা ইতোমধ্যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে রুশসেনাদের উপস্থিতি জোরদার করা অব্যাহত আছে জানিয়েছে ন্যাটো সতর্কবার্তা দিয়েছে যে, তাদের এ উপস্থিতি সাবেক  সোভিয়েতভুক্ত রাষ্ট্রগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

ন্যাটোর একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার রবিবার বলেন, 'রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমানে্ত বড় ধরনের সেনা সমাবেশ ঘটিয়েছে যা পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য বড় হুমকি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।