মাদক সেবন প্রতিটি মানুষের জন্যই ক্ষতিকর। তবে এই মাদক বড়দের তুলনায় শিশুদের ক্ষতিকরে দ্রুত সময়ে। তাছাড়া বাবা-মায়ের দেখা দেখি সন্তানও মাদক সেবনে উৎসাহী হয়ে ওঠে।
এক গবেষণায় দেখা গেছে, শিশুদের মধ্যে ধূমপান ও মদ্যপানের প্রবণতা বৃদ্ধি পায় বাবা-মায়ের কারণে। স্যাম হাউসটন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এটি প্রমাণ করেছেন।
তারা বলছেন, যে বাবা-মায়েরা অ্যালকোহল, গাঁজা ইত্যাদি সেবন করে থাকেন তাদের সন্তানদের মধ্যেই এগুলো সেবন করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। এমনও দেখা গেছে বাবা মায়ের থেকে পাওয়া প্রবমার ফলে শিশুরা বাবা মায়ের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি এই ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে।
ক্রিমিনাল জাস্টিস কলেজের ডা. কেলি নাইট জানিয়েছেন, অভিভাবক ও সন্তানদের মধ্যে এই ধরনের মাদক সেবনের পারস্পরিক সম্পর্ক বর্তমান। তিনি আরও জানিয়েছেন শৈশব থেকে এমন প্রবণতা থাকলে সেই শিশুদের শৈশব যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই পরবর্তীকালে এই মাদকের প্রভাব ব্যাপক হারে পড়তে পারে।
এই গবেষণার মাধ্যমে বাবা-মায়েদের সাবধান করেছেন গবেষকরা।
তারা জানিয়েছেন, মাদকের সেবন প্রত্যেকের জীবনের ক্ষতিকর প্রভাব ফেলে। শৈশব থেকে শিশুর মনেও এগুলো গভীর প্রভাব বিস্তার করতে পারে। ফলে শিশুদের সামনে এই ধরনের মাদকের ব্যবহার পরিহার করা উচিত প্রত্যকে বাবা-মায়ের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।