আমাদের কথা খুঁজে নিন

   

ইফ ইউ ডোন্ট রিপ্রেজেন্ট ওমেন ইন পলিটিক্স ইন আমেরিকা এজ ফিউচার প্রেসিডেন্ট, হো উইল ? (ফুল ভিডিও)

শনিবার রাতে আরিজোনা ষ্টেট ইউনিভার্সিটিতে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ইউনিভার্সিটি কনফারেন্সে বক্তৃতা কালে আগামী ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্ধিতার ইঙ্গিত দিয়ে বলেছেন আমেরিকার রাজনৈতিক ডিরেকশন, গ্লোবাল ক্লাইমেট চেইঞ্জ ইস্যুতে কান্ট্রিকে ফোকাস করার জন্য তিনি কাজ করবেন।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্রী ভিরেন্দ্রা আগারওয়ালের প্রশ্ন ছিলো, আপনি যদি আমেরিকান মহিলাদের রিপ্রেজেন্টিটিভ হয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্ধিতা না করেন, তাহলে কে হবে আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট ? এমন প্রশ্নের জবাবে অডিয়েন্সে তুমুল করতালি আর প্রেজেন্টারও হাস্য রস মিলিয়ে হিলারির কাছে জানতে চান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ তাদের কন্যা চেলসি। সবাই যখন অট্রহাসিতে মেতে উঠেন, হিলারি রডহাম ক্লিনটন তখন বেশ হাস্যরস মিশিয়ে বলে উঠেন তিনিও আমেরিকার নেতৃত্বে ক্লাইমেট চেঞ্জ সহ কান্ট্রিকে দিক নির্দেশনা দিতে চান।

হিলারি বলেন, আমি তোমার সেন্টিম্যান্টকে অবশ্যই সমর্থন করি এবং এসব বিষয়ে সম্ভাব্য সব কিছুই নিয়েই আমি ভাবছি।



ফর্মার সেক্রেটারি অব ষ্টেট এবং ফার্স্ট লেডি বলেন, আমি আমাদের দেশ চালানো নিয়ে খুবই কনসার্ণ এবং এটা বড় বিষয় নয় যে, কে দেশের অফিসে রয়েছেন। বরং যারা দেশ চালাচ্ছেন, তারা কি করছেন, কি তাদের কার্যক্রম স্পেশালি ইয়ং পিপলদের কর্মসংস্থান সৃষ্টি করে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্যে সেখানে তারা কি করছেন এবং সকল লোককে কেমন করে এক জায়গায় নিয়ে এসে যাতে আমরা এই কাজগুলোর কঠিন সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে পারি সেসব নিয়েই ভাবছি।

হিলারি ক্লাইম্যাট চেঞ্জ নিয়েও কথা বলেন, তার মতে গ্লোবাল ক্লাইম্যাট চেঞ্জ এর মাস-মুভম্যান্ট দেশের রাজনৈতিক দিকনির্দেশনারও পরিবর্তন এনে দেবে। আমেরিকান জনগণের কোয়ালিটি অব লাইফ নিয়েও তার বক্তব্য তুলে ধরেন।

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ইউনিভার্সিটি মূলত ক্লিনটন ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চ্যারিটি সংগঠন, যেখানে এই সমাবেশে ১,২০০ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ঘটেছিলো।


হিলারি ক্লিনটনের বক্তৃতার ভিডিও লিঙ্ক
http://wapo.st/1leLwbX

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট
salim932@googlemail.com
23rd March 2014.London.।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।