প্রতিটি মানুষ তার কর্ম হিসেবে যে কোন একটি কাজ বেছে নেয়। কিন্তু রাজধানীর মোহাম্মদপুরএলাকার ঢাকা উদ্যান হাউজিং এর কিছু লোক তাদের কর্ম হিসেবে বেছে নিয়েছে প্রতারনা। মানুষকে ধোকা দিয়ে প্রতারনার মাধ্যমে আয় করে চলে তাদের সংসার।
সকাল ৬:০০-৮:০০পর্যন্ত চলে এই খেলা, তিনটি কার্ডর মাধ্যমে এ গেমটি খেলা হয় এবং মানুষ কে প্রলভন দেখিয়ে প্রতারনার ফাদে ফেলানো হয়। প্রথমে তাদের নিজেদের লোক এর মাধ্যমে গেমটি খেলানো হয়।
মানষ কে বুঝানো হয় এখানে বাজি ধরলেই সহজেই জেতা যায় কিন্তু খেলায় বাজি ধরলেই বাজে বিপত্তি এখান থেকে সহজে বের হওয়া যায় না। এবং জেতার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া টাকা পয়সা এমন কি হাতের মোবাইল ও।
ঠিক তেমনি এক লোক প্রতারনার শিকার হয়ে ছিলেন তার কাছ থেকে ৭৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। লোকটি কিছু বুঝে ওঠার আগে টাকা নিয়ে ওরা পালিয়ে যায়। এ খেলাগুলো জুয়া খেলার চেয়েও বেশি মারাত্মক যার ফলে ঐ এলাকায় চুরি ছিনতাই এবং অসামাজিক কর্ম কান্ড সহ নানা রকম অপরাধের পরিমান বাড়তে পারে এবং এর ফলে সামাজিক নিরাপত্ব ব্যাহত হতে পারে।
তাই আমাদের উচিত ঐ সকল বিপদগামি যুবকদের প্রতারনার ফাদ থেকে দুরে থাকা এবং এদের কর্মকান্ডগুলো যেন আর না চলতে পারে সেজন্য আইনানুক ব্যবস্থা গ্রহন করা। এই ধরনের খেলা গুলো কিশোর সহ নানা বয়সের যুবকদের নানা অপরাধ কাজে যুক্ত হতে আগ্রহ বাড়িয়ে তুলবে তাই এগুলো এখনই বন্ধ করা প্রয়োজন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।