আমরা অনেকেই Animation বা animated banner/text/logo বানাতে চাই। কিন্তু কিভাবে বানাতে হয় তা জানি না। Easy GIF Animator হচ্ছে তার সহজ সমাধান। কিন্তু এটি একটি ট্রায়ালওয়্যার যার প্রফেশনাল ভার্সন এর মুল্য প্রায় ৩১৯৮ টাকা। কিন্তু আমাদের মত দেশে ক্রেডিট কার্ড এর সুব্যবস্থা না থাকায় অনেকে চাইলেও তা কিনতে পারেন না।
কিন্তু শুনতে খারাপ লাগলেও যা সত্য তা হল, আমরা পাইরেটেড বা চোরাই Copy ব্যবহার করি। কিন্তু এছাড়া তো কিছু করার নাই। যাই হোক, আজকে আমি Easy GIF Animator এর সিরিয়াল কি শেয়ার করছি, যার মাধ্যমে ফ্রীতেই এর Pro version use করা যাবে। তবে একটা ট্রিক ফলো করতে হবে। ==================================
আজকে এ পরজন্তই । সমস্যা হলে টিউমেন্ট করুতে ভুলবেন না।
পুরবে আমার ব্লগে প্রকাশিত
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।