আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটে আপনার ওয়েবসাইট/ব্লগে বিনামূল্যে একটি ফ্লাস চ্যাট রুম যুক্ত করুন

এমন অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করে একটা ওয়েবসাইট/ব্লগ তৈরি করেছেন। এখন তার মধ্যে একটা ছচ্যাট রুম যুক্ত করার অনেক ইচ্ছা থাকা সত্তে ও পারছেন না । কারন চ্যাট রুম ক্রয় করতে অনেক টাকা গচ্ছা দিতে হয়। আর সে চ্যাটরুম পরিচালনা করা ও অনেক ঝামেলার। তার উপরে আছে হ্যাকারদের অত্যাচার।

আজ তাই আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইট/ব্লগে বিনামূল্যে একটি ফ্লাস চ্যাট রুম যুক্ত করবেন। তা ও আবার ১মিনিটের মধ্যে। তা হলে আসুন সুরু করি। প্রথমে আপনাকে এখানে ক্লিক Click This Link করতে হবে। ক্লিক করার পর নিচের ছবিটির মত দেখতে পাবেন।

এখান থেকে আপনি আপনার প্রয়োজন মত সবকিছু নির্ধারন করে দিবেন। ১. Chat Room Name: আপনি যে নামে চ্যাটরুম করতে চান তা এইঘরে লিখে দিবেন । আমি দিলাম Techtunes. ২. Choose Language: এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভাষা টি নির্ধারন করে দিতে পারেন। Auto Detect নির্ধারন করলে আপনার জন্য বারতি সুবিধা হল বাংলা ব্যবহার করতে পারবেন। ৩. Choose Skin: আপনার তৈরি করা চ্যাটরুমের Background নির্ধারন করে দিন।

৪. Chat Client Width: আপনার তৈরীকৃত চ্যাট রুমের প্রসস্থতা লিখে দিতে পারেন এখানে। ৫. Chat Client Height: আপনার তৈরীকৃত চ্যাট রুমের দৈর্ঘ্য লিখে দিতে পারেন এখানে। ৬. Affiliate ID: যদি এই site এ আপনার আইডি করা থাকে তবে আপনি নস আইডি ব্যবহার বরতে পারেন বা নতুন আইডি তৈরি করে ব্যবহার করতে পারেন। এটা optional. ৭. Update: সমস্থ কিছু ঠিকঠাক করে এখানে ক্লিক করুন। ৮. Preview: আপনি ইচ্ছা করলে আপনার তৈরি করা চ্যাট রুমটা ওয়েবসাইট/ব্লগে submit করার আগে এখানে Click করে একবার দেকে নিতে পারেন।

৯. Select Code: এবার এখানে click করুন। তাহলে code select হবে । তার পর Key Board থেকে Ctrl+C চাপেন। এখন আপনার ওয়েবসাইট/ব্লগে যেখানে চ্যাট রুম যুক্ত করতে চান সেখানে কারসর রেখে Ctrl+V চাপুন। তার পর দেখেন আপনার ওয়েবসাইট/ব্লগ।

এখন যত খুসি চ্যাট করুন আপনার বন্ধুর সাথে ফ্রি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।