তবে অপর একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে রমনা ও শাহবাগ থানার তিনটি মামলায় জামিন আবেদনের ওপর শুনানি হয়।
শুনানি শেষে বিচারক রমনা থানায় দায়ের হওয়া ট্রাফিক কনস্টেবল ইব্রাহিম খলিল হত্যা মামলায় তার জামিন মঞ্জুর করেন।
হরতাল-অবরোধের মধ্যে গত বছরের ২৪ ডিসেম্বর গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে বাংলামটরে পুলিশ হত্যা এবং ৩০ নভেম্বর মালিবাগ ও গত ৩ জানুয়ারি পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার এই তিন মামলায় জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয় এদিন।
গত ২০ জানুয়ারি হাই কোর্ট থেকে তিনি তিনটি মামলাতে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন।
জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার এবং মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া ছিলেন ও আসামিপক্ষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।