আমাদের কথা খুঁজে নিন

   

যার যেখানে ঠাঁই

হাওড়-বাওড়, নদী-নালা, খাল-বিলের দেশ ভাটি বাংলা। এখানকার বিস্তীর্ণ জলরাশি, বিশাল আকাশ, ধুধু প্রন্তর আর গা জুড়ানো লিলুয়া বাতাস যে কোন মানুষকে উদাস করে। এখানে পানির কল কল ধ্বনিতে এবং পাখির কূজনে প্রতিদিন সূর্যোদয় হয়। সোনালী আলো বিশাল জলরাশির উপর পড়ে চিকচিক করে সারাটিক্ষণ। এখানকার হিজল, জারুল, বরুণ ঢোলকলমির সঙ্গে বেড়ে উঠে সুরের ঝংকার।

কচুঘেচু, শাপলা, পদ্মা, মাখনা, সিংড়া প্রভৃতি জলজ উদ্ভিদের মতো বেড়ে উঠে অগণিত শিল্পী। যাদের কণ্ঠে ধ্বনিত হয় বাঙ্গালির হাজার বছরের কথা। এই বিশাল ভাটি অঞ্চলের (নেত্রকোণা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ) উদাস আকাশের নিচে লিলুয়া বাতাসে জন্ম হয় একেকজন রাধা রমণ, হাছন রাজা, জালাল খাঁ, রশিদ উদ্দিন, উকিল মুন্সি, আব্দুস সাত্তার, খোরেশদ মিয়া, শাহ আবদুল করিম, আবদুর রহমান। যুগ যুগ ধরে যেসব বাউলশিল্পীরা বাঙ্গালি চিন্তা-চেতনা, দর্শন শিল্পের সঙ্গে সময়ের যোগ ঘটিয়েছেন তাঁদের মধ্যে আবদুর রহমান একজন। সাম্প্রতিক সময়ে বাউল জগতের এক বিশিষ্ট নাম।

জন্ম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ১৩৬৩ বাংলার চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। শৈশবেই ভাটির অপরূপ যৌবন দেখে প্রেমে পড়েন। সুর জাগে তাঁর মনে। ঢেউ ওঠে পুরো শরীরে। শৈশবের ঘোর লাগা ভাব যৌবনে পরিণত বয়সে প্রকাশ পায়।

শিষ্যত্ব গ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের কাছে। ৩৪ বছর শাহ আবদুল করিমের সঙ্গে সঙ্গী হয়ে চষে বেড়িয়েছেন বাংলার বিভিন্ন অঞ্চলে। আবদুর রহমান হয়ে ওঠেন নেশায়-পেশায় পুরোদস্তর এক বাউল। বাংলদেশ টেলিভিশন, বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার ও কণ্ঠশিল্পী তিনি। প্রায় পাঁচ শতাধিক গান রচনা করার পাশাপাশি সুরও করেছেন।

স্ত্রী, দুই মেয়ে, চার ছেলেকে নিয়ে তাঁর সংসার। বর্তমানে সময়ে অনেক বাউলশিল্পী যখন দর্শক মাতানোর জন্য সস্তা জনপ্রিয় হওয়ার জন্য গানকে রিমিক্স করেন সেখানে আবদুর রহমান ব্যতিক্রম। ঝাঁকড়া বাবরি চুলের দীর্ঘাকৃতি এ বাউলের কণ্ঠের মায়াবী জাদুতে বিমোহিত হন সকলেই। আবদুর রহমানের সৃষ্টিকর্ম বর্তমান বাউল সাহিত্যের এক ভিন্নতর সংযোজন যা আমাদের চিন্তা ও চেতনার খোরাক জোগাবে এই প্রত্যাশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।