বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিমানের যাত্রীদের তল্লাশি করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন- মোহাম্মদ রেজাউদ্দিন রানা, ওসমান গণি ও মোহাম্মদ আইয়ুব।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম আসে সকাল সাড়ে ১০টার দিকে। এটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনযাত্রীকে তল্লাশি করে তাদের জুতার ভেতরে লুকিয়ে রাখা ৫৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন প্রায় ৬ দশমিক ৩০ কেজি।
এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, আটক তিন যাত্রীই দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।
এর আগে গত মঙ্গলবার শাহ আমানত বিমানবন্দরে দোহা-দুবাই হয়ে চট্টগ্রামে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১০৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।