আমাদের কথা খুঁজে নিন

   

মা হলো পুরুষ ক্যাঙ্গারু!

সাইবেরিয়ার এক চিড়িয়াখানায় ফুটফটে এক শাবকের জন্ম দিয়েছে এক পুরুষ ক্যাঙ্গারু। আসলে ক্যাঙ্গারুটি পুরুষ ছিল না। ভুলটা চিড়িয়াখানার কর্মচারীদের। তারা এতদিন ধরে ক্যাঙ্গারুটিকে পুরুষ মনে করে আসছিল। তাই এর গর্ভবতী হওয়ার বিষয়টি তাদের নজরেই আসেনি।

হঠাৎ করে বাচ্চা জন্ম দেয়ার পরে এবার তাদের ভুল ভেঙ্গেছে।

চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত খবরে ক্যাঙ্গারু শিশুটি সম্পর্কে বলা হয়েছে,‘শাবকটি ভীষন সুন্দর! তার ছোট্ট লেজ আর মিষ্টি মুখখানা দেখলেই মায়া হয়। একজন ক্যাঙ্গারুর মা হওয়াটা একটা রহস্যজনক এবং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আর এ কারণেই চিড়িয়াখানার কর্মচারীদের বিষয়টি নজরে আসেনি। ’ 

গত ২২ মার্চ চিড়িয়াখানার কর্মচারীরা ক্যাঙ্গারু শাবকটিকে আবিষ্কার করেন।

ওই দিনই বচ্চাটির জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৬ ইঞ্চি লম্বা শাবকটির নাম রাখা হয়েছে জয়ি। জন্মের সময় একটি বাচ্চা ক্যাঙ্গারুর আকার সাধারণত চেরি ফলের মত হয়ে থাকে। বড় হওয়ার আগ পর্যন্ত এসব ক্ষুঁদে বচ্চারা কয়েক মাস ধরে মায়ের থলেতেই বসবাস করে।

ওর মাকে সাইবেরিয়ার বার্নায়ুল চিড়িয়াখানায় আনা হয়েছিল অন্য এক চিড়িয়াখানা থেকে।

তখন পুরুষ ভেবে ওর নাম দেয়া হয়েছিল চুক। কিন্তু এখন তার নারী স্বরূপ প্রকাশ পাওয়ার পর তার জন্য নতুন নাম খোঁজা শুরু হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।