আমাদের কথা খুঁজে নিন

   

২০ দিনেও উদ্ধার হয়নি সোনালী ব্যাংকের লুট হওয়া টাকা

বগুড়ার আদমদীঘিতে সুরঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩২ লক্ষাধিক টাকা লুটের ঘটনার প্রায় ২০ দিন পার হলেও এখনও সে টাকা উদ্ধার হয়নি। লুটের ঘটনায় মামলা দায়ের এবং ওই মামলায় মোট ১২ জনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার পরেও কোনও তথ্য উদঘাটন করা যায়নি।

তবে তদনন্ত কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।

জানা যায়, সোনালী ব্যাংক আদমদীঘি শাখা সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে সুরঙ্গ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ৩২ লাখ ৫১ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে ১ লাখ ৭২ হাজার ১শ টাকা সুড়ঙ্গ পথ থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি ৮ মার্চ শনিবার বিকেলে ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। ব্যাংক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার রাতেই সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের ডিজিএম আব্দুস সামাদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) কয়েক দফায় ব্যাংকের নিরাপত্তা প্রহরীসহ ১২ জনকে গ্রেফতার করেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নিয়েও কোনও তথ্য উদঘাটন করতে পারেনি তিনি।

বগুড়ার পুলিশ সুপারের আদেশে মামলাটি বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। গত ১৮ মার্চ গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রকৃত অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত টাকা লুটের রহস্য উন্মোচন হচ্ছে না। টাকা লুটের ঘটনা নিয়ে তদন্ত অব্যহত রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।