আমাদের কথা খুঁজে নিন

   

এই গুলোর উত্তর দিতে পারলে বিকাশে টাকা দিবো। তো আসেন খেলি কে হতে চায় বিকাশপতি!!!

সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে একজনকেই টাকা দিবো। টাকা পাবেন শিওর থাকেন। কমেন্টের সাথে নিজের নাম্বার দিয়ে দিবেন।

প্রশ্নগুলোও মেরে দেয়া। যাদের ভালো না লাগে তারা ফাকিস্তানে চলে যেতে পারেন।

অথবা জেলে নিজেদের বাপের সাথে দেখা করে কেন বাংলাদেশে ফেরত আসলো সেটা জানতে পারেন। কে বা তাদের আনলো তাকেও দোষারোপ করে শান্তি পেতে পারেন।


প্রশ্নগুলো ও উত্তরগুলো আমার না। তবে উত্তর মনে হয় সবগুলারই এক।

১. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষ নিধনের জন্য সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাশের জন্য কোন বাংগালি সেনা অফিসার রওয়ানা হয়েছিলেন?
ক) তারেক রহমান খ) মেজর জিয়াউর রহমান গ) গোলাম আযম ঘ) আব্বাস আলী খান।




২। ১৯৭১ সালে কয়েক জন বাংগালী সেনা অফিসার সোয়াতের উদ্দেশ্যে বের হওয়া কোন বাংগালি অফিসার কে রাস্তা থেকে ধরে এনে বংগবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষনা পাঠ করান?
ক) মেজর জিয়াউর রহমান খ) মেজর হাফিজ গ) কর্নেল ওসমানী ঘ) মিঃ ফালু



৩) কোন সেনা কর্মকর্তা সেক্টর কমান্ডার নাহলেও একটি রাজনৈতিক দল ও তাদের চামচারা তাকে সেক্টর কমান্ডার দাবী করেন?
ক) মেজর জিয়া খ) কর্নেল জামিল গ) মেজর নুর ঘ) মেজর হাফিজ



৪) কোন সেনা অফিসার ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি ও জাতির জনক কে হত্যার সাথে জড়িত?
ক) ক্যাপ্টেন অলি আহমদ খ) মেজর আলাল গ) মেজর জেনারেল জিয়াউর রহমান ঘ) জেনারেল মনজুর।



৫) কে দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে ১২০০০ জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করেন?
ক) মেজর জিয়াউর রহমান খ) মেজর হাফিজ গ) কর্নেল ওসমানী ঘ) মিঃ ফালু



৬) কোন রাষ্ট্রপতি আইন করে জাতির পিতার হত্যার বিচার রদ করে জঘন্য উদাহরন তৈরী করেন?
ক) জিয়াউর রহমান খ) হুসেন এরশাদ গ) বিচারপতি সায়েম ঘ) বিচারপতি সাহাবুদ্দিন


৭) কোন রাষ্ট্রপতি রাজাকারদের পুনর্বাসিত করেছেন?



৮) কোন রাষ্ট্রপতি দেশে বাংলাদেশের বিরোধীতা কারি রাজাকার শাহ আজিজ কে প্রধানমন্ত্রী বানিয়েছেন?
ক) জিয়াউর রহমান খ) হাবিবুর রহমান গ) সায়েম ঘ) আবু সা্যীদ



9) মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিসিয়ান' এই বিখ্যাত উক্তি কে করেছেন?
ক) এরশাদ খ) জিয়া গ) আইয়ুব ঘ) ভুট্টো



১০) কে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে খাল কাটার নামে বাংলাদেশকে ঋন গ্রস্ত করে রাখে।
ক) জিয়া খ) এরশাদ গ) বদরুদ্দোজা ঘ) মোহাম্মদ উল্যাহ



১১) কার শাসন আমল কে আদালত কতৃক অবৈধ ঘোষনা করা হয়েছে?
ক) জিয়া খ) খালেদা গ) এরশাদ ঘ) নেহেরু


প্রশ্নকারী ব্লগার আকাশের তারাগুলি। আর আমি মেরে দিলাম।






বিএনপি এখন একটি বিলুপ্তপ্রায় দল। যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা আর এই দেশে কখনোই ক্ষমতা পাবে না ভেবে ভালোই লাগে! দূরে গিয়া মর সব রাজাকারের বাচ্চারা। জামাতের কথামত চলার ফল এখন ভোগ করছে বিএনপি।


জয় বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।