আমাদের কথা খুঁজে নিন

   

৭২ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন সিএনজি অটোরিকশা মালিকরা

জমা ও ভাড়া বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে আগামী মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন সিএনজি অটোরিকশা মালিকরা। আগামী শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা সিটি সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটে যাচ্ছে।

ফরিদুল ইসলাম বলেন, আমাদের প্রধান দাবি সিএনজি অটোরিকশার লাইফ টাইম ১১ থেকে বাড়িয়ে ১৫ বছর করতে হবে। এ ছাড়া মিশুকের পরিবর্তে প্রতিশ্রুত সিএনজি অটোরিকশা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। মালিকের জমা ৭শ’ টাকা থেকে বাড়িয়ে ৯শ’ টাকা করতে হবে। জমার পাশাপাশি সর্বনিম্ন ভাড়া (প্রথম দুই কিলোমিটার) ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, প্রতি কিলোমিটারের ভাড়া ৭.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।