আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু

প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী-চাঁদপুর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিজয়পুর রেলক্রসিংয়ের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে দুপুর দেড়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

লাকসাম রেলওয়ে জংশনের কেবিন স্টেশনমাস্টার (সিএসএম) মোহাম্মদ আলী জানান, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।