আমাদের কথা খুঁজে নিন

   

....লাইক চাই....(ফেসবুক ১৮+ কবিতা )

ব্লগে নতুন .... সবার সাহায্য কাম্য :) ঘুম থেকে উঠে আমি ঢুঁ মারি ফেসবুকে লাইকের আহবান পেইজ এডমিনের মুখে মুখে । আর দেরি নয় এখনই লাইক দেন এই পেইজে, ২০ভাগ্যবান পাবেন ৫০টাকা মেসেজে...!! হটি নটি জোক্স আর ১৮+ ছবি চান ?? তাহলে আর দেরি নয় এই পেইজে লাইকান..!! কারে আপনার ভালো লাগে শাহরুখ না সালমান খান?? সালমান হলে কমেন্ট আর শাহরুখ হলে লাইকান...!! বন্ধু কিছু আছে আবার ফেসবুকে বসবাস , লাইক না দিলে মাইন্ড করে এ যে বড় সর্বনাশ...!! টি শার্ট জিন্স পড়ে ছবি দেয় চড়ে বাইক , চ্যাটে নক করে বলে ছবি দিছি দে লাইক...!! ক্লাস শেষে ঘরে এসে ভাত খেয়ে দেই ঘুম , আধঘুমে জেগে উঠি শব্দ শুনে ধুম ধুম...!! জেগে দেখি ডাকে আমায় আমার প্রিয় রুমমেট , ভাই স্টাটাস দিছি লাইক দাও এই নাও তোমার সেট...!! লাইক দিতে দিতে আজ এই আমি ক্লান্ত , ভাই মাফ চাই এবার দাও লাইক চাওয়া ক্ষান্ত...!! (ভালো লাগলে লাইক দিয়েন :# :d (dies) )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।