আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল-৮ শূন্য আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচিনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে স্ট্র্রাইকিং ফোর্স হিসেবে মাঠে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন- আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয়, স্বতন্ত্র মুহম্মদ আবু সাঈদ মিয়া, মো. আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী ও সাদেক সিদ্দিকী।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন), আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। এছাড়া এদিন সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

টাঙ্গাইল-৮ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন।

ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি, ভোটকক্ষ ৭১১টি। প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ১১৭ জন, সহকারী প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৭১১ জন এবং ১ হাজার ৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।