গতকাল মাঠে বসে বাংলাদেশ-ভারত ম্যাচটা দেখেছি, এনজয় করেছি, চিৎকার করেছি আবার কষ্টও পেয়েছি। তাই বলে কি টাইগারদের সাপোর্ট করব না? এটা আমার নিজের দেশ । সুখে দুঃখে যদি আমি পাশে না থাকতে পারি তাহলে আমি কিসের দেশ প্রেমিক?
টাইগাররা ভাল করলে আমি ক্রেডিট নিবো আর খারাপ করলে ধুয়ে দিবো এটা দ্বিমুখী নীতি। আপনাদের কি মনে হয় জানি না কিন্তু আমার মনে হয় যারা এদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশের সাথে খেলায় ইন্ডিয়া কিম্বা পাকিস্থান সাপোর্ট করে তারা আর যাই হোক মনে প্রানে বাংলাদেশকে ধারন করে না। আর যারা মনে প্রানে বাংলাদেশকে ধারন করে না তাদের এদেশে থাকার কোন অধিকার আছে বলে আমার মনে হয় না।
খারাপ খেললও তো আমার দেশ , আমার নিজের দেশ । প্রথম আলোর স্বনাম ধন্য ক্রীড়া লেখক উৎপল শুভ্রর আজকের একটা কলাম আমার খারাপ লাগলো তাই শেয়ার করলাম। উনার অতিমাত্রায় ভারত প্রীতি আমার কাছে দৃষ্টি কটু মনে হয়েছে। বাংলাদেশ না হয় কাল খারাপ খেলেছে তাই বলে আপনি একজন বাংলাদেশি হিসাবে ভারতকে সাপোর্ট করতে পারেন? কই আপনি বাংলাদেশের খেলায় ভুল ত্রুটি গুলো তুলে ধরবেন, তা না করে ইন্ডিয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন। উনার লেখায় মনে হয়েছে বাংলাদেশ জিতলে বা ইন্ডিয়া হারলে উনি অনেক কষ্ট পেতেন।
যাই হোক উনাকে কষ্ট পেতে হয় নি। তবে দাদা বেশি দিন মনে হয় এই সুখ ধরে রাখতে পারবেন না । সামনেই আমাদের সুদিন আসবে, টাইগাররা ঘুরে দাঁড়াবেই ইনশেআল্লাহ। শুভ কামনা টাইগারদের জন্য।
প্রথম আলোর উৎপল শুভ্রর কলামে লিঙ্ক এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।