আমাদের কথা খুঁজে নিন

   

দু:খ এরাই আমাদের রাজা মহারাজা

সবাই একমত যে, বাংলাদেশের ইতিহাসে সাভার ট্রাজেডির মত মানবসৃষ্ট এতবড় কোন বিপর্যয় এর আগে কখনো দেখেনি এ জাতি। মানুষের দু:খে মানুষের মৃত্যুতে অপর মানুষ এত ব্যথা এত বেদনা এত কষ্ট এর আগে কোনদিন পায়নি। মানুষের এত চোখের জল এর আগে কখনো গড়ায়নি । টিভি সেটের সামনে পাষান হৃদয়ও বিগলিত হয়েছে সাভারে ভবন চাপায় নিহত মানুষের স্বজনের আহাজারি আর আটকে পড়া মানুষের বাঁচার আকুতির দৃশ্যে। অভিশপ্ত রানা প্লাজা ধ্বসে পড়ল ২৪ এপ্রিল বুধবার।

আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেলেন ষষ্ঠ দিনের মাথায়। দুর্যোগ মন্ত্রী গেলেন তৃতীয় দিনের মাথায়। দুর্ঘটনার পরের দিন জাতীয় শোক দিবস ঘোষনা করা হল। ইতিহাসের এ যাবতকালের শোকাবহ সেই দিনে নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ নিলেন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। শোকাবহ এ ঘটনাকে বর্তমান সরকার কোন বিষয়ই মনে করেনি।

সেজন্য প্রধানমন্ত্রী বলতে পেরেছেন এটা জাতীয় দুর্যোগের মত একটি ঘটনা। তার মতে এটা দুর্যোগ নয়, দুর্যোগের মত ঘটনামাত্র। এ থেকেই বোঝা যায় সরকার এটাকে কতটা গুরুত্ব দিয়েছিল। সাভার ঘটনায় সরকারের আচরন এবং পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, এ সরকারের আত্মা মরে গেছে। তাদের কোন আত্মা নেই।

অনভূতি নেই। সাধারন মানুষ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী যে যার মত করে নিজ নিজ সিদ্ধান্ত থেকে ঝাপিয়ে পড়েছে উদ্ধার কাজে। সরকারের এ নিয়ে কোন চিন্তা, পরিকল্পনা ছিল তার কোন লক্ষন আমরা দেখিনি। উল্টো জানা গেল বিদেশী আধুনিক যন্ত্রে সজ্জিত দক্ষ উদ্ধারকারীদের তারা আসতে বাঁধা দিয়েছে। সাভার ঘটনার পরপরই গণমাধ্যমে খবর প্রচারিত হয় অভিশপ্ত রানা ভবনের মালিক সোহেল রানা যুবলীগের স্থানীয় নেতা।

প্রধানমন্ত্রী তাই মনোযোগ দিলেন সে যুবলীগ নেতা নয় সেটা প্রমানের দিকে। রানা যুবলীগের কেউ নয় এটা প্রমানের জন্য তিনি সাভার থেকে যুবলীগের তালিকা সংগ্রহ করলেন। সাভার যাওয়ার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেননা। তিনি বললেন রানা যুবলীগের কেউ নয়। এরপর সাভার যুবলীগের তালিকা হাতে পাওয়ার পর পরেরদিন বৃহস্পতিবার সংসদে দাড়িয়ে বললেন, রানা যুবলীগের নয়।

প্রমান হিসেবে সাভার যুবলীগের তালিকা তার হাতে রয়েছে। বড়ই দুর্ভাগ্য এবং আফসোস এ জাতির। কেউ কেউ প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য বলছেন তাকে হয়ত তার অধীনস্তরা ভুল তথ্য দিয়েছে। যদি এটাই সত্য হয় তাহলে বলতে হয় এভাবেই প্রধানমন্ত্রী ভুলের মধ্যেই আছেন গোটা জাতির সব বিষয়েই। এখানে আরো একটি বিষয় উঠে আসে তাহল বর্তমান যোগাযোগ প্রযুক্তির সময়ে ভুল তথ্য বলে পার পাওয়ার কোন রাস্তা খোলা নেই।

ঘটনার পরপর ফেসবুক, টেলিভিশনে শত শত ছবি আসতে থাকে রানার পোষ্টার বিষয়ে। সাভার জনপদে রানা যুবলীগের আহবায়ক লেখা মর্মে নানা বর্নের নানা ধরনের অগনিত পোষ্টার এখনো শোভা পাচ্ছে। টিভিতে দেখানো হয়েছে মানুষ রানার পোস্টারে জুতা নিক্ষেপ করছে। রানার কোন কোন পোষ্টারে বঙ্গবন্ধু, কোনটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোনটাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুরাদজংয়ের ছবি রয়েছে। আর স্পষ্ট লেখা রয়েছে সে সাভার যুবলীগের আহবায়ক।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী বললেন টিভি টকশোতে বসে কথা না বলে সাভার গিয়ে একজন মানুষ হলেও উদ্ধার করুন। তিনি মানুষকে যেতে বলছেন অথচ নিজে যাচ্ছেননা, তার দুর্যোগ মন্ত্রীও তখনো সেখানে যাননি। অন্য কোন বড় সারির মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাও যাননি। অথচ তিনি ব্যাঙ্গ করছেন অন্যদের। বেগম খালেদা জিয়ার সেখানে যাওয়াকে কটাক্ষ করে তিনি সংসদে দাড়িয়ে বললেন ভিআইপিরা সেখানে গেলে উদ্ধার কাজে ব্যহত হয়।

এ জাতির জন্য আরো দু:খ এবং আফসোস এ জাতির জন্য হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হল, শেয়ার বাজার থেকে লুট হল, ব্যাংক থেকে লুট হল, সরকারি খাল বিল জায়গা জমি দখল করে , নিয়োগ বানিজ্য করে, সরকারি বরাদ্দ মেরে দিয়ে, সরকারি নানা সুবিধা নিয়ে কত মন্ত্রী, কত এমপি, কত নেতা পাতি নেতা কত শত কোটি টাকার মালিক হয়েছে তার কোন ইয়ত্তা নেই। বাজেট আসলে এমপিদের হাতে নগদ কোটি কোটি টাকা তুলে দেয়া হয় থোক বরাদ্দের নামে। এভাবে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ভাগবাটোয়ারা হচ্ছে নানা নামে নানাভাবে। কিন্তু হতভাগ্য নিহত শ্রমিকদের জন্য জোটে মোটে ২০ হাজার টাকা, ১০ হাজার টাকা। সত্যিই সরকারের আত্মা মরে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।