আমার বাড়ীর ছাদের উপর অল্প কিছু গাছ-পালা আছে। কোনটার বয়স ২০ বছর, কোনটা অ-সময়ে ফল দেয়, কোনটা এত ছোট......!!! ছবি গুলো ভালো হয়নি বা কোনো এডিট করা হয়নি। অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম।
১। জলপাই, লিচু..........
২।
টমেটু, একটা হোক দুইটা হোক সারা বছর ধরেই হয়।
৩। বেগুন!!
৪। লাল শাক, সবুজ শাক। রান্নার আগে তুলে আনা হয়, চমৎকার স্বাদ।
৫। লাউ গাছ। লাউ খুব একটা হয় না। হলেও ছোট ছোট হয়, তবে লাউ শাক খাওয়া হয়।
৬।
করলা!!
৭। মরিচ। হটাৎ হটাৎ ভালোই সার্পোট দেয়।
৮। লেবু।
খুব একটা হয় না। তারপরও......
৯। জামরুল। কোন সিজনে যে হয় বলা মুস্কিল, ফুল হলো হয়ে গেল জামরুল। ভালো স্বাদ না।
১০। সেই ২০০৮ থেকে আছে। শাপলা/ পদ্ম??
১১। ফনিমনসা। এটার বয়স ১৯ বছর!!!
১২।
ঘৃতকুমারী। ২০ বছর বয়স। এটাই মা গাছ।
১৩। ২০ বছর।
একটাই ছিল ২০ বছর আগে।
১৪। এটাও ২০ বছর। এটা থেকে ছোট ছোট ক্যাকটাস গুলো তুলে অন্য পাত্রে লাগানো হয়েছে।
১৫।
শর্ষে ফুল। শর্ষেও হয়। গাছ গুলো ২ ইঞ্চির বেশি বড় হয় না। এত ছোট যে......
১৬। গাছ গুলো আমার মায়ের আঙুলের অর্ধেক।
বেশ কিছু ফুল গাছ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে দেওয়া হল না। সুজোগ হলে অন্য পোস্টে ছবি গুলো দেব। ধন্যবাদ সবাই কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।