আমাদের কথা খুঁজে নিন

   

চীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল শনিবার মধ্যরাতে বাড়ির সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে প্রবাসী এক আওয়ামী লীগ নেতাকে। নিহত মুহেদুল ইসলাম মারম্নফ(৩৬) চীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে তিনি।

চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল জানান, এলাকায় বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে মারুফসহ একদল যুবক প্রতিবাদ করে আসছেন। গত ২৬ মার্চ এক কিশোরীকে অপহরণের ঘটনার প্রতিবাদ করায় তাদের সঙ্গে যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক  মো. ইয়াসীনের বিরোধ সৃষ্টি হয়।

ওই ঘটনায় থানায় মামলা করা হলে ইয়াসিনসহ তার লোকজন মারুফকে মোবাইল ফোনে হত্যা হুমকি দিয়ে আসছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিন ও তার সহযোগীরা চৌধুরীর হাটে পূর্ব বাজারে নিজ বাসার সামনে মারুফকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, অভিযুক্ত ইয়াসিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেলেও সেখান থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।