আমাদের কথা খুঁজে নিন

   

ফের অস্বস্তিতে বিজেপি!

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির। কখনও প্রার্থীপদ ঘিরে দলের প্রবীণ সদস্যদের বিদ্রোহ, কখনও আবার নতুন সদস্যের অন্তর্ভুক্তিকে ঘিরে তুলকালাম। দলের মধ্যেই বিতর্কের ঝড় ওঠায় বাতিল করতে হল সাবির আলির একদিনের সদস্যপদ। বৃহস্পতিবারই জনতা দল ইউনাইটেড-এর বহিষ্কৃত সংসদ সদস্য সাবির আলি যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু সাবির আলির যোগদানের পর থেকেই দলের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

এককদম এগিয়ে সাবির আলির সঙ্গে সন্ত্রাসী যোগাযোগ আছে বলে টু্যইটারে নিজের মত প্রকাশ করেন দলের মুখপাত্র মুক্তার আব্বাস নাকভি। শেষপর্যন্ত সদস্যপদ গ্রহণের একদিন পর শনিবার সাবির আলির সদস্যপদ বাতিল করে বিজেপি।

একইসঙ্গে সাবির আলিকে নিয়ে টুইটারে মুখ খোলার জন্য তিরস্কার করা হয় মুক্তার আব্বাস নাকভিকে। ভোটের আগে বারবার দলীয় কোন্দল সামনে আসায় দলের ভাবমূর্তিতে যে কালি লাগছে তা বেশ বুঝতে পারছে শীর্ষ নেতৃত্ব। দলে বিক্ষোভ বাড়ছে বলেই নেতাদের মুখ বন্ধ করতে দলের প্রতিটি সদস্যকেই প্রকাশে মুখ খুলতে বারণ করা হয়েছে।

শনিবারই দলের সভাপতি রাজনাথ সিং সাফ জানিয়ে দেন 'দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ-বিক্ষোভ যাই থাকুক না কেন তা যেন কোনও মতেই বাইরে না যায়'।

এই পরিস্থিতিতে এবার বিজেপির অস্বস্তি বাড়ালেন দলেরইসিংসদ সদস্য নবজ্যোত সিং সিধু। জানিয়ে দিলেন আসন্ন লোকসভা ভোটে অরুণ জেটলির হয়ে প্রচার করবেন না। শনিবার রাতে নবজ্যোত সিং সিধুর স্ত্রী একটি বিবৃতি দিয়ে জানান, পাঞ্জাবে দলের হয়ে প্রচার করবেন না সিধু। যদিও দেশের অন্যত্র দলের নির্দেশ মতোই প্রচারণায় অংশগ্রহণ করবেন তিনি।

অমৃতসর থেকে দলের  তিন বারের সংসদ সদস্য সিধুকে ২০১৪ লোকসভা ভোটে টিকিট দেয়নি বিজেপি। তার পরিবর্তে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মোদী ঘনিষ্ঠ অরুণ জেটলিকে। তাতেই অভিমান হয়েছে সিধুর। এই কেন্দ্র প্রার্থী হিসেবে জেটলির নাম উঠে আসার পর সিধু জানিয়ে দিয়েছিলেন অমৃতসর ছাড়া অন্য কোন কেন্দ্র থেকে ভোটে লড়বেন না তিনি।

কিন্তু শেষমেশ তার আপত্তি উপেক্ষা করেই অমৃতসরের প্রার্থী হিসেবে জেটলির নাম ঘোষণা করে দেয় বিজেপি।

এর পর থেকেই এই কেন্দ্রের দলের সবরকম কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন সিধু। এমনকি সম্প্রতি অরুণ জেটলির প্রচার যাত্রাতেও তাকে দেখা যায়নি। এবার দলের অস্বসি্তত আরও বাড়িয়ে জেটলির হয়ে প্রচার না করার কথাই জানিয়ে দিলেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।