আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং আমার বাবা চাষা



আমি এবং আমার বাবা চাষা
তাই বুঝি রোজ হাসিস তোরা এতো
তাই বুঝি খুব হাসা!

শোন তবে শোন মন দিয়ে খুব ওরে
আমার এবং আমার বাবার দেহ
এই যে পোড়ে কাঠফাঁটা রোদ্দুরে

তোদের জন্য- নগরবাসী যারা
তোদের জন্য লাঙ্গল ধরি হাতে,
ফসল ফলাই, বুঝিস না তা তোরা

তোরা কেবল চিনিস টাকা-কড়ি
সেই ওজনে মাপিস মানুষ যতো
চাষার গলায় পারলে পরাস দড়ি

গ্রামের সহজ সরল মানুষগুলো
তাঁদের তোরা সরিয়ে রাখিস দূরে
কারণ, তাঁদের শরীরে ঘাম ধুলো

আমরা যদি লাঙ্গল ফেলি ছুড়ে
খাদ্যাভাবে মরবি জানিস তোরা
মুখের হাসি মিলিয়ে যাবে দূরে

ঘটলে তেমন ফল হবে না ভালো
আমরা চাষা চাই না কারো ক্ষতি
চাই না কারো মুখগুলো হোক কালো!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।