আমাদের কথা খুঁজে নিন

   

পুচ্ছকথন : কেয়ার অফ কলা




অদৃশ্য ল্যাজটাকে মুখে পুরে চোষো,বুরবক
এ ডাল থেকে সে ডাল ঝুলে বেড়ানোর ছক

ফাল দ্যাও, কাঁধে ওঠো।
ফিরে লাফ,এ পাশ ওপাশ-
কখনো ধপাশ।

কলা চেনো খালি,কলা-
শিল্প,সাহিত্য সব কলা খাও।
বান্দরজীবনে ফাঁকা খা খা কলা
মতান্তরে আর্ট চোদায়া বেড়াও।

বোদ্ধা হও,যোদ্ধা হওনা।

ক্যান?
কম্বলের তলে রাত জেগে কাব্য কর,কাব্য।
ল্যাজটাকে লুকিয়ে রাখো যত্নে।
জ্ঞানত অজ্ঞান ধ্যান
ধারণাতে বশীভূত সাহিত্য -ল্যাজের সৌজন্যে।

নামো ঘাড় থেকে,
নামো ঘর থেকে।
ত্যাল কম খোঁজো আঁতেল
রদ্দি মালামাল।


একে তাকে গাল-
দিতে পারা বাঁদুরে সাফল্যে নেচে ওঠো।

বোঝাও ল্যাজের ঝাল,
আগে চেখে পরে চাখাও।
ল্যাজটা গুটিয়ে বোসো-
চা খাও। পত্রিকাতে লেখা পাঠাও-

কেয়ার অফ অপরাপর ল্যাজঝোলা-
পাখি নয়-বান্দর। মিছিলে যাবার অবকাশ নাই
বাঁদুরে ছলা -কলায় ব্যস্ত বাহির ও অন্দর।



এর চেয়ে ভালো বুঝি
চিড়িয়াখানার মুখে বাঁদরের ঘর!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.