:আসসালামু আলাইকুম জিনিয়া ফারজানা অর্চি (১৯৯৩-২০১২), তোকেই বলছি, আমি তোর সেই বেস্টফ্রেন্ড...
কলেজ জীবনটা তোর জন্য তেমন সুবিধের ছিলনা। তুই মানুষ হিসেবে একটু আলাদা, অন্যদের মত না, তাই তোকে অনেকেই ভুল বুঝেছে... খুব সামান্য কয়েকটা বন্ধু ছিল তোর। আমি সেই অভাগাদের একজন।
তোর বন্ধু হওয়াটাও একটা চ্যালেঞ্জ। অনেকেই ভালভাবে নেয় নাই।
কিন্তু আমি ছিলাম সবসময়, তোর সাথেই। সুনামিতে গিয়ে পরোটা খাওয়া, রাইফেলস স্কয়ারে ডিভিডি দেখতে যাওয়া, বৈশাখের উৎসব, কোথায় ছিলিনা তুই? মনে আছে কলেজ লাইফ শেষ হওয়ার পর কি বলেছিলাম? "যারা দশ কথা লাগাতো তারা কেউ নাই, আমরা-আমরা এখনও আগের মতই। " আমার জন্মদিনের এক সপ্তাহ আগে তোর জন্মদিন, উইশ করা হবে না। কেন এসেছিলি এত অল্প সময়ের জন্য? এতটা কষ্ট কিভাবে দিলি অর্চি?
জবাবটা পরকালে হলেও জানব।
চলেই গেলি, ভাল থাকিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।