আমাদের কথা খুঁজে নিন

   

পাক-ভারত যুদ্ধে বিলুপ্তি ঘটবে মানবজাতির!


প্রাইভেট টিউটার বা কোচিংয়ের জগতে এখন ‘তারকা’ টিউটরও আছে, যারা প্রতিদিন জাতীয় খবরের কাগজে নিজের ছবি দিয়ে চার রঙা বিজ্ঞাপন দেওয়ার মতো ক্ষমতা রাখেন।ছাত্রছাত্রিরা এখন দল বেঁধে সেসব টিউটরের কাছে পড়তে যায়। বড়লোক মানুষেরা যে রকম বিদেশের কোন হাসপাতালে কোন ডাক্তারের কাছে বাইপাস সার্জারি করে সেটা বুক ফুলিয়ে বলতে পছন্দ করে, সে রকম আজকাল ছাত্রছাত্রিরাও কে কোন প্রাইভেট টিউটরের কাছে পড়ছে সেটা বুক ফুলিয়ে বলতে থাকে। আমার এক বন্ধু ঠিক করেছিল সে তার মেযেকে প্রাইভেট টিউটরের কাছে পড়তে দিবে না, কিন্তু সে মেযে কান্নাকাটি করে এমনভাবে বেঁকে বসলো যে শেষ পর্যন্ত তাকে প্রাইবেট টিউটরের কাছে যেতে দিতে হলো। প্রাইভেট পড়া এখন একটা সামাজিক ব্যাপার, দল বেধে সবাই এক জাযগায় যায়, পড়ার ফাকে গল্পগুচ্ছ হয়। মেযেদের আজকাল ঘর থেকে বের হওয়ার বারণ, প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার উপলক্ষ্যে ঘর থেকে বের হওয়া হয়- খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার অবকাশ থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.