আমাদের কথা খুঁজে নিন

   

DU MBA( Evening)- এ চান্স পাবার উপায় ( General হবার পর পুন: প্রকাশিত)

MBA করলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করা উচিত। তবে তার জন্য আপনাকে কিছুদিন পড়াশুনা করতে হবে। পড়াশুনা না করে চান্স পাবার সুযোগ নাই। কতটুকু পড়াশুনা করবেন তা নির্ভর করতেছে আপনার Basic এর উপর। আপনার Basic খুব ভালো হলে ২ -৩ সপ্তাহ পড়াশুনা করলেই হবে। আর Basic মোটামুটি হলে ১-২ মাস মনযোগ দিয়ে পড়াশুনা করুন হয়ে যাবে। কি কি পড়বেন-

১. For Vocubaluary- Smart Word 1 &2 /S@ifurs Vocabulary
2. For Grammar/English- Cliffs TOEFL/English for competitive Exam/Chowdhury and Hossain 9-10
3. For Math- S@ifurs Math
4. For Geometry- S@ifurs Geometry( You can Ignore it)
5. Analogy- S@ifurs Analogy
6. Current Affairs/General Knowledge- monthly current affairs/MP3 bangladesh and international
7. Critical Reasoning- Previous year question and Official GMAT CR section.( You will get common)
8. Evening MBA Test Paper

বিশেষভাবে উল্লেহযোগ্য: বছরে এখন ৩বার পরীক্ষা দিতে পারবেন। খরচ মোটামুটি টাকা.২০০,০০০.০০
সিট- ৭২০-৭৪০
পরীক্ষার্থী-৫৫০০-৬৫০০
যারা BBA/MBA/MBS/BBS করে এসেছেন তারা ১-৫ subject পর্যন্ত waiver পেতে পারেন।
* Certificate এর কোথাও ( Evening) লেখা থাকে না। Regular MBA ar Certificate paben.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।