আমাদের কথা খুঁজে নিন

   

দুই ভোটারের জন্য এক কেন্দ্র

ভারতের লোকসভা নির্বাচনে অরুনাচল প্রদেশে মাত্র দুইজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করা হয়েছে। প্রদেশটির হায়ুলিং বিভাগের আনজাউ জেলার মালোগাঁও গ্রামে এ ভোটকেন্দ্রটির অবস্থান।

এ ছাড়া ভারতের উত্তরে অবিস্থিত এ প্রদেশটিতে ১০ জনের কম ভোটার রয়েছেন এমন ভোটকেন্দ্র আছে ৮টি। ২০ জনের কম ভোটার আছে ২০টি কেন্দ্রে, ৫০ জনের কম ভোটার আছে ১০৫টি  কেন্দ্রে। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে শনিবার এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ প্রদেশে ভোট গ্রহণের জন্য গড়ে তোলা ‘সি সেক্টরে’ ইতানগর নামক একটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটার রয়েছেন, যার সংখ্যা ১ হাজার ৬ শ ৫০ জন। প্রদেশের মোট ভোটার ৭ লাখ ৫৩ হাজার ১৭০ জন।

এ প্রদেশের মোট ২ হাজার ১৫৮ ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৪টি কেন্দ্রই দুর্গম এলাকায়, যেখানে ভোটার সংখ্যাও খুব কম।

লোকসভার ৬০ জন আইনপ্রণেতা অরুনাচল প্রদেশ থেকে নির্বাচিত হবেন। ৯ এপ্রিল ওই প্রদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।