আমাদের কথা খুঁজে নিন

   

█▓▒░ বৈসাবি উৎসবে রাঙ্গামাটি ভ্রমণ!! ▒░▓█

আর কত ঢাকায় নববর্ষ উদ্যাপন! অনেক হয়েছে!
... এবার চলুন বেরিয়ে পড়ি সদলবলে লেক-পাহাড়ের শহর রাঙ্গামাটির উদ্দেশ্যে প্রকৃতির মাঝে আদিবাসীদের নববর্ষের উৎসব বৈসাবির আয়োজন দেখতে ...

██ বৈসাবি উৎসবে যা দেখবঃ

বৈসাবি উৎসবের নানা অনুষঙ্গ, জলকেলি ও বলিখেলা।
ঝুলন্ত ব্রিজ, রাজবাড়ি, রাজবন বিহার, শুভলং ঝরণা, টুকটুক ইকোভিলেজ এবং ফুরমোন পাহাড় (রাঙ্গামাটির দ্বিতীয় সর্বো”চ পাহাড়, আনুমানিক উ”চতা দুই হাজার ফুট)।

বিশেষ আকর্ষণ: আদিবাসীদের বর্ণিল উৎসব উপভোগ, কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ, চাঁদের গাড়িতে ফুরমোন পাহাড়ে ওঠা এবং সেখান থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা।

জনপ্রতি খরচ: (খাওয়া বাদে) ৩৫০০/- (৩দিন, ৪ রাত)যারা যাবেন আপাতত গোয়িং দিন। পেমেন্ট এর ব্যাপারে ৫ এপ্রিলের মধ্যে লেনদেন সম্পন্ন করুন।

৫ তারিখ বিকেলে আমরা বাসের টিকিট কাটবো। তাই এরপর আর কাউকে নেয়া যাবে না।
ভ্রমণ ব্যাপ্তিকাল: ৩ দিন, ৪ রাত
প্রথম দিন: ১১ এপ্রিল, ২০১৪
ঢাকার ফকিরাপুল অথবা কমলাপুর থেকে এস আলম বা ইউনিক পরিবহনে ওভার নাইট বাস ভ্রমণ।
দ্বিতীয় দিন: ১২ এপ্রিল, ২০১৪
সকালে রাঙ্গামাটি শহরে পৌঁছে হোটেলে অবস্থান। নাস্তার পর ৯.৩০ পর্যন্ত বিশ্রাম।

বেলা ১০ টার সময় রাজবন বিহার ও রাজবাড়ি পরিদর্শনে বের হওয়া। লাঞ্চের পর হোটেলে দুই ঘণ্টা বিশ্রাম। বেলা ৩ টায় চাঁদের গাড়িতে চেপে ফুরমোন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা। ফুরমোন ভ্রমণ শেষে সন্ধ্যা নাগাদ শহরে ফিরে আসা। রাতের খাবার শেষে হোটেল নিডস হিল ভিউ অথবা মাউন্টেন ভিউতে রাত যাপন।


তৃতীয় দিন: ১৩ এপ্রিল, ২০১৪
সকাল ৮টায় বোটে শুভলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু। শুভলং ঝরণা পরিদর্শন শেষে দুপুর ১২টা নাগাদ টুকটুক ইকোভিলেজে প্রত্যাবর্তন। কাপ্তাই লেকে গোসল এবং সম্ভব হলে টুকটুক ইকোভিজেই দুপুরের লাঞ্চ। বিকাল নাগাদ পর্যটন এলাকায় এসে ঝুলন্ত ব্রিজ পরিদর্শন। এরপর ব্যক্তিগত কাজ যেমন শহর ঘোরা, কেনাকাটা ইত্যাদি।

রাতের খাবার শেষে হোটেল নিডস হিল ভিউ অথবা মাউন্টেন ভিউতে রাত যাপন।
চতুর্থ দিন: ১৪ এপ্রিল ২০১৪
দুপুর পর্যন্ত বিশ্রাম ও ব্যক্তিগত কাজ। বিকেলে সম্মিলিতভাবে ঐতিহ্যবাহী বলিখেলা দেখা। রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ।


আমাদের দলে যোগ দিতে ফোন করুন: ০১৮৪৩৪৪৪৪৬৭,০১৭১২৬২৪৩৯৩
ফেইসবুকে আমরা:
https://www.facebook.com/groups/visitbeautifulbd।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।